English

33.2 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

ফাইনালে কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা

- Advertisements -

কাতারে অনুষ্ঠিত ‘ফিফা বিশ্বকাপ ২০২২’ এর ট্রফি উন্মোচন করবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। ফিফার ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে এই কীর্তি গড়তে যাচ্ছেন তিনি। এর আগে এমন কৃতিত্ব আর কোনো অভিনেত্রীর নেই।

জানা গেছে, ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন এই বলিউড মেগা আইকন।

সেদিন ফিফার সোনালী ট্রফিটি উন্মোচন করবেন ভারতের শীর্ষ এই অভিনেত্রী।

একটি বিশেষ সূত্র অনুসারে, দীপিকা বিশ্বকাপের অংশ হতে কাতার যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কয়েক মাস আগেই কান ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের প্রতিনিধিত্ব করেছেন দীপিকা। জুরি বোর্ডের সদস্য ছিলেন অভিনেত্রী। এবার বৈশ্বিক মহামঞ্চে ভারতকে আবার প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি নিজের আসন্ন চলচ্চিত্র পাঠান নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রটি ২০২৩ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অ্যাকশন-প্যাকড সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহের সীমা নেই। দীর্ঘদিন পর পর্দায় শাহরুখ দীপিকার জুটি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আছেন দর্শকরা। পাঠান ছাড়াও দীপিকাকে ‘প্রজেক্ট কে’তে দেখা যাবে প্রভাসের সঙ্গে। এতে আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন। এছাড়াও হৃতিকের সঙ্গে ‘ফাইটার’ আসছে দীপিকার। বর্তমানে শুটিং চলছে সিনেমাটির।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vqqk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন