English

32.1 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরার পুরস্কার জিতল যারা

- Advertisements -

ভারতের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় ফিল্মফেয়ারকে। প্রতিবছর ইন্ডাস্ট্রিতে সেরা কাজের স্বীকৃতি স্বরুপ দেয়া হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এবছরও বেশ জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজিত হলো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে ৬৮তম হুন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৩। মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে হাজির হয়েছিল গোটা বলিউড। এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে জয়জয়কার সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারি’র। সকলকে টেক্কা দিয়ে বেশিরভাগ পুরস্কার ঝুলিতে ভরে নিয়েছে আলিয়া ভাট অভিনীত সিনেমাটি।

দেখে নিন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৩ জয়ীদের সম্পূর্ণ তালিকা :

শ্রেষ্ঠ চলচ্চিত্র: গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি
শ্রেষ্ঠ চলচ্চিত্র (ক্রিটিকস): বাধাই দো
সেরা অভিনেতা: রাজকুমার রাও (বাধাই দো)
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
সেরা অভিনেতা (ক্রিটিকস): সঞ্জয় মিশরা (বধ)
সেরা অভিনেত্রী (ক্রিটিকস): ভূমি পেডনেকার (বধাই দো) এবং টাবু (ভুল ভুলাইয়া ২)
সেরা পরিচালক: সঞ্জয় লীলা বানসালি (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: অনিল কাপুর (জুগ জুগ জিও)
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী: শিবা চাড্ডা (বাধাই দো)
সেরা সংগীত অ্যালবাম: প্রীতম (ব্রহ্মাস্ত্র: প্রথম পর্ব)
সেরা সংলাপ: প্রকাশ কাপাডিয়া এবং উৎকর্ষিণী বশিষ্ঠ (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
সেরা চিত্রনাট্য: অক্ষত ঘিলদিয়াল, সুমন অধিকারী এবং হর্ষবর্ধন কুলকার্নি (বাধাই দো)
সেরা গল্প: অক্ষত ঘিলদিয়াল এবং সুমন অধিকারী (বাধাই দো)
সেরা ডেবিউ অভিনেতা: অঙ্কুশ গেদাম (ঝুন্ড)
সেরা ডেবিউ অভিনেত্রী: আন্দ্রেয়া কেভিচুসা (আনেক)
সেরা ডেবিউ পরিচালক: জসপাল সিং সান্ধু এবং রাজীব বার্নওয়াল (বধ)
সেরা লিরিক্স: অমিতাভ ভট্টাচার্য, কেশারিয়া গানের জন্যে (ব্রহ্মাস্ত্র: প্রথম পর্ব)
সেরা গায়ক: অরিজিৎ সিংহ, কেশারিয়া গানের জন্যে (ব্রহ্মাস্ত্র: প্রথম পর্ব)
সেরা গায়িকা: কবিতা শেঠ, রাঙ্গিসারি গানের জন্য (যুগ যুগ জিও)
নতুন সংগীত প্রতিভার জন্য আরডি বর্মন পুরস্কার: জাহ্নবী শ্রীমঙ্কা, ঢোলিডার জন্য (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
সেরা ভিএফএক্স: ডিএনইজি এবং রিডিফাইন (ব্রহ্মাস্ত্র: প্রথম পর্ব)
সেরা প্রোডাকশন ডিজাইন: সুব্রত চক্রবর্তী এবং অমিত রায় (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
সেরা সাউন্ড ডিজাইন: বিশ্বদীপ দীপক চ্যাটার্জি (ব্রহ্মাস্ত্র: প্রথম পর্ব)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: সঞ্চিত বলহারা এবং অঙ্কিত বলহারা (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
সেরা কোরিওগ্রাফি: কৃতি মহেশ, ঢোলিডা’র জন্য (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
সেরা সিনেমাটোগ্রাফি: সুদীপ চ্যাটার্জি (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
সেরা অ্যাকশন: পারভেজ শেখ (বিক্রম ভেদা)

এবারের ফিল্মফেয়ার রেড কার্পেটে সকলের উপস্থিতিও ছিল নজরকাড়া। ভিকি কৌশল, টাইগার শ্রফ, জাহ্নবী কাপুর এবং জ্যাকলিন ফার্নান্দেজ ৬৮তম হুন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৩ এর ইভেন্টে পারফর্ম করেন। নিজ নিজ স্টাইলে উপস্থিত হয়েছিলেন আলিয়া ভাট, রেখা, কাজল, আয়ুষ্মান খুরাণা, ভিকি কৌশল, অনিল কাপুর সহ অন্যান্য অনেক বর্ষীয়ান অভিনেতা ও অভিনেত্রীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন সালমান খান এবং মনীশ পল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/v4an
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন