English

27.7 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

ফের অভিনেত্রীকে দেরিতে বিয়ের পরামর্শ প্রযোজকের, কিন্তু কেন?

- Advertisements -

অভিনেত্রী হানিয়া আমিরকে আবারও দেরিতে বিয়ে করার পরামর্শ দিয়েছেন ব্রিটিশ-পাকিস্তানি সাংবাদিক ও চলচ্চিত্র প্রযোজক রেহাম খান।

তরুণ এই অভিনেত্রীকে প্রথমে ক্যারিয়ার গড়ার দিকেই মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

সম্প্রতি একটি পডকাস্টে উপস্থিত হয়ে রেহাম খান তার পূর্ববর্তী মন্তব্যের পেছনের কারণটাও ব্যাখ্যা করেছেন।

এর আগে, ২০১৬ সালেও প্রথম বার হানিয়া আমিরকে একই কথা বলেছিলেন অভিনেত্রীর প্রথম চলচ্চিত্র প্রযোজনা করা রেহাম খান। তিনি তখন তার বিয়ের আগে আর্থিক স্থিতিশীলতা এবং ব্যক্তিগত উন্নতির গুরুত্ব তুলে ধরেন।

রেহাম খান বলেন, ‘আমি বিশ্বাস করি, একজন মানুষকে তখনই বিয়ে করা উচিত, যখন সে মনে করবে যে, ‘আমি এখন জীবনে একটা স্থানে পৌঁছেছি এবং এখন একজন সঙ্গীর প্রয়োজন’।

ব্রিটিশ-পাকিস্তানি এই সাংবাদিক আরও বলেন, নারীরা প্রায়ই তাদের ২০ বা ৩০-এর দশকে তার জৈবিক সময়সীমা ও সামাজিক প্রত্যাশার চাপে পড়ে যান। তবে বিয়ে সবসময় প্রত্যাশিত স্বাধীনতা নিয়ে আসে না।

তিনি নারীদের সতর্ক করে বলেন, ‘অনেক মেয়েই মনে করে, বিয়ের পর তারা স্বাধীনতা পাবে। কিন্তু এটি সবসময় সত্য নয়। কেবল সমাজের চাপের কারণে বা শুধু বিয়ের জন্য বিয়ে করা উচিত নয়। এটি হওয়া উচিত একটি পছন্দ, প্রয়োজন হওয়া উচিত নয়’।

রেহাম খান এ সময় শেয়ার করেন যে, এই একই পরামর্শ তিনি তার নিজের মেয়েদেরও দেন। তিনি আর্থিক এবং মানসিক স্বাবলম্বীতা অর্জনের ওপর গুরুত্ব দেন।

তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি বিয়ের মতো সামাজিক বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার বিপক্ষে নই। কিন্তু আমি বিশ্বাস করি যে, এটি সবার জন্য উপযুক্ত নয়। আপনাকে প্রথমে ক্যারিয়ারে শক্ত অবস্থান তৈরি করতে হবে, তারপর যদি ইচ্ছা হয়, সঙ্গীর কথা ভাবুন’।

রেহাম খান এর আগেও হানিয়া আমিরকে তার সফল ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে বলেছিলেন এবং আশা প্রকাশ করেছিলেন যে, তিনি ভবিষ্যতে বলিউডেও কাজ করবেন।

পাকিস্তানি এই চলচ্চিত্র প্রযোজক আরও বলেন, সামাজিক নিয়ম প্রায়ই নারীদের দ্রুত বিয়ের জন্য চাপ দেয়। একই সঙ্গে তিনি তরুণ নারীদের তাদের ব্যক্তিগত এবং পেশাগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন।

এদিকে ভারতীয় র‍্যাপার বাদশার সঙ্গে হানিয়া আমিরের সম্পর্ক নিয়ে যে গুজব রটেছে- তা নিয়েও কথা বলেন রেহাম খান। তিনি জানান, তারা শুধুই ঘনিষ্ঠ বন্ধু এবং তাদের সম্পর্ক সম্পূর্ণ প্লাটোনিক।

যদিও বাদশা পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে তার সম্পর্ককে একটি ‘অসাধারণ সংযোগ’ বলে উল্লেখ করেছেন। তবে এটি কেবল বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ বলেও জোর দেন তিনি।

ভারতীয় এই র‍্যাপার বলেন, যদিও তারা একে অপরের সঙ্গ উপভোগ করেন। তবে এ নিয়ে তাদের বন্ধুত্বকে প্রায়ই ভুল ব্যাখ্যা করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6j2p
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন