English

27.1 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
- Advertisement -

ববির নীরব প্রত্যাবর্তন

- Advertisements -

নাসিম রুমি: অনেক স্বপ্ন নিয়ে চলচ্চিত্রের খাতায় নাম লিখিয়েছিলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তবে চলচ্চিত্রে দেড় দশকেরও বেশি সময় কেটে গেলেও কোনো সিনেমার মাধ্যমেই আলোচনায় আসতে পারেননি তিনি। যদিও তার ‘খোঁজ : দ্য সার্চ’ সিনেমা আলোচিত হয়। তবে তার নিজের জন্য নয়, ছবির নায়ক অনন্ত জলিলের কারণে ব্যবসা সফল হয় চলচ্চিত্রটি। অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা করেও খুব একটা সুবিধা করতে পারেননি তিনি।

বিজলি’ খ্যাত এই অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ময়ূরাক্ষী’ও দেখেনি সাফল্যের মুখ। উল্টো ছবিটির নির্মাতা ও এই অভিনেত্রী একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগের মাধ্যমে বিতর্ক তৈরি হয়। এই অভিনেত্রী মাঝখানে অনেক দিন অস্ট্রেলিয়াতে ছিলেন দুই বোনের কাছে। দেশে ফেরার পর নতুন দুটি ছবিতে কাজের কথাবার্তা চূড়ান্ত করেছেন এই নায়িকা। এর মধ্যে রয়েছে তার প্রথম সিনেমার পরিচালক ইফতেখার চৌধুরী একটি ছবি। মূলত এই কাজ দুটির জন্যই তিনি খবরের শিরোনামে উঠে এসেছেন। ববি বলেন, ‘সব ঠিক থাকলে নভেম্বরেই আমরা নতুন ছবি নিয়ে আসছি। তখন ছবির নাম ও আমার সঙ্গে অন্যান্য কলাকুশলীর নামও জানিয়ে দেব।’

এই ছবিটির বাইরে প্রখ্যাত নির্মাতা বদিউল আলম খোকনের ‘তছনছ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ববি। ছবিটি নিয়ে ববি বলেন, ‘আমি দেশে ফেরার পর এখনো পা-ুলিপিটা পড়তে পারিনি। খোকন ভাইয়ের বড় বড় ছবিতে অভিনয় করেছি। তিনি খুব বিচক্ষণ নির্মাতা। কিছু কিছু জায়গায় আমি পরিবর্তন দাবি করেছিলাম। খোকন ভাই সেগুলো করলেই শুটিংয়ে অংশ নেব। হয়তো এই মাসের শেষ সপ্তাহে ছবিটির শুটিংয়ে অংশ নেব।’

চলচ্চিত্রে কাজ করলেও আপাতত ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে ভাবছেন না ববি। কিছুদিনের মধ্যে সৈকত নাসিরের একটি ছবি চূড়ান্ত করবেন। এ ছাড়া আরও দুটি ছবির ব্যাপারে কথা চলছে। ফলে ওটিটিতে কাজ করার জন্য শিডিউলও দিতে পারবেন না। ববি বলেন, ‘আমরা বড় পর্দাতেই কমফোর্ট ফিল করি। এখানে যেহেতু ব্যস্ততা আছে, ওটিটি নিয়ে তাই ভাবছি না। তাছাড়া যে ধরনের প্রস্তাব পাই সেটা মনের মতো হয় না। তাই ওটিটি থেকে দূরে আছি।’ ববির কাছ থেকে জানা গেছে, লন্ডনে গিয়ে মিনহাজ কিবরিয়ার ‘বেঈমান’ ছবির শুটিং করেছেন। অস্ট্রেলিয়া যাওয়ার আগে শুটিং করেছিলেন কে এ নিলয়ের ‘বউ’ সিনেমাটির। দুটি ছবিই আছে মুক্তির অপেক্ষায়। ববি বলেন, ‘দুটির গল্প দুই ধরনের। একটি সামাজিক গল্পের আরেকটি থ্রিলার। এখন তো অনেক ছবিরই প্রস্তাব পাই। তবে সিদ্ধান্ত নিই ভেবে-চিন্তে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d1nb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন