বরেণ্য অভিনেতা কে এস ফিরোজের দাফন সম্পন্ন হয়েছে। আজ দুপুর ২টা ১৫ মিনিটে তাকে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। এর আগে সামরিক কবরস্থানের মসজিদে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয়।
এই অভিনেতার দাফনের সময়ে উপস্থিত ছিলেন অভিনেতা আহসানুল হক মিনু, আহসান হাবীব নাসিম, নাট্যপ্রযোজক সাজু মুনতাসির, নাট্যনির্দেশক নরেশ ভূঁইয়াসহ বেশ কয়েকজন থিয়েটারকর্মী। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা আহসান হাবীব নাসিম বলেন, কে এস ফিরোজ ভাইকে শেষ শ্রদ্ধা জানাতে আমরা দাফনের সময় উপস্থিত ছিলাম।
তিনি করোনা আক্রান্ত ছিলেন, তাই যথাযথ নিয়ম মেনে তার দাফন সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, আজ সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) কে এস ফিরোজ (৭৬) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/hoz1
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন