English

27.3 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
- Advertisement -

বলিউডের নতুন পরিচালক আরিয়ান খান

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের কিং শাহরুখ খানের পরিবার নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই। আর এবার সেই পরিবারকেই একসঙ্গে দেখা গেল। শাহরুখপুত্র আরিয়ান খান বলিউডে পা রাখলেন তবে পরিচালক হিসেবে। সে যাত্রায় ছেলের সঙ্গে আছেন শাহরুখ ও গৌরি। নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘দ্য ব্যা**র্ডস অব বলিউড’-এর প্রিভিউ লঞ্চ ইভেন্টে প্রথমবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন আরিয়ান খান। এ সময় বাবা-মা তাকে মঞ্চের কেন্দ্রস্থলে জায়গা করে দেন। সিরিজটির প্রযোজক গৌরী খান। শাহরুখকেও দেখা যাবে বিশেষ ভূমিকায়।

প্রিভিউ লঞ্চে গৌরী খান মঞ্চে উঠতেই শাহরুখ ও আরিয়ান একসঙ্গে তাকে ধরে পোজ দেন। এরপর শাহরুখ গৌরীর দিকে তাকিয়ে ইঙ্গিত দেন, আরিয়ানকে মঞ্চের আলোয় দাঁড়াতে দিতে হবে। ঠিক তখনই দুজনেই একপাশে সরে দাঁড়ান। বাবা-মাকে পাশে রেখে আরিয়ান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, আর শাহরুখ-গৌরী সন্তানের প্রথম সাফল্যের মুহূর্তটি উপভোগ করেন হাসিমুখে।

সিরিজটির প্রিভিউ শুরু হয় শাহরুখ খানের কণ্ঠে, যেখানে তিনি ব্যাখ্যা করেন বলিউডের জগত আসলে কেমন একদিকে নায়ক, অন্যদিকে জন্মগত নায়ক। এরপর ধীরে ধীরে গল্প এগোয়, উঠে আসে লক্ষ্যের চরিত্র ‘আসমান সিং’ ও রাঘব জুয়ালের বন্ধুত্ব। ধনাঢ্য প্রযোজক ‘সোডাওয়াল্লা’ চরিত্রে হাজির হয়েছেন মানিশ চৌধুরী। আর সুপারস্টার ‘অজয় তলওয়ার’ চরিত্রে ববি দেওল। বিশেষ উপস্থিতি নিয়ে চমকে দিয়েছেন সালমান খান ও রণবীর সিং। সালমানকে দেখা গেছে এক পার্টিতে, আর রণবীর তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলছেন “ভেরি হার্ড”।

আরিয়ানের এই ডেবিউ নিয়ে বলিউডের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। পারিবারিক বন্ধু সঞ্জয় কাপুর প্রকাশ্যে প্রশংসা করেন। অনন্যা পান্ডে ইনস্টাগ্রামে প্রিভিউ শেয়ার করে লেখেন, যদি প্রিভিউ এত মজার হয়, তাহলে পুরো শো কতটা জমবে আন্দাজ করো, কংগ্র্যাচুলেশন ডিরেক্টর।পরিচালক করণ জোহরও শুভেচ্ছা বার্তায় লিখেছেন, এতে আছে সবকিছু এন্টারটেইনমেন্ট আর ধামাকাদার এন্টারটেইনমেন্ট! আরিয়ান, এটা তোমার সময়…তুমি পরিশ্রম করেছ বছরের পর বছর।

‘দ্য ব্যা**র্ডস অব বলিউড’ সিরিজ নিয়ে নেটিজেনদের আগ্রহের শেষ নেই। শাহরুখপুত্র আরিয়ানকে দর্শক আপন করে নিয়েছে এখন থেকেই। আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে আরিয়ান পরিচালিত সিরিজটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4tae
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন