English

26.7 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫
- Advertisement -

বাকি জীবন ট্যাক্সি চালিয়ে কাটাতে চান ‘পুষ্পা টু’ অভিনেতা

- Advertisements -

নাসিম রুমি: দক্ষিণী সিনেমার গুণী অভিনেতা ফাহাদ ফাসিল। যিনি ‘পুষ্পা টু’ সিনেমায় নজর কেড়েছিলেন খলনায়কের চরিত্রে; সেই অভিনেতাই জানালেন জীবন নিয়ে এক অবাক করা সিদ্ধান্ত! জানালেন,বাকি জীবন ট্যাক্সি চালাবেন তিনি।

অভিনেতা জানান, অভিনয় ছেড়ে দেওয়ার পর দেশে থাকবেন না। বরং স্পেনের বার্সেলোনা শহরে গিয়ে ক্যাবচালক হয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবেন।

ফাহাদের কথায়, ‘আসলে এটা শুধু গাড়ি চালানো নয়, এটা আপনি কী পছন্দ করেন সেটাকে বেছে নেওয়া। আসলে আমার নিজের খুব ভালো লাগবে একটা মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিতে পেরে। এমন একটা জিনিস প্রত্যক্ষ করতে পারাও বড় ব্যাপার। আমি আমার স্ত্রীকে আমার এই পরিকল্পনার কথা জানিয়েছি। ওর খুব ভালো লেগেছে। আমি এভাবেই খুশি থাকতে চাই।’

ফাহাদের এই সিদ্ধান্ত অনেকটাই মিলে যায় ইরানি নির্মাতা জাফর পানাহির ‘ট্যাক্সি’ ছবির ভাবনার সঙ্গে। সেখানে বিভিন্ন মানুষকে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া এবং তাদের যাপন ও কথোপকথনের চিত্র তুলে ধরা হয়। ফাহাদ তা হলে কি জীবনের অভিজ্ঞতার ঝুলি ভরতেই তেমন কিছু করার পরিকল্পনা করলেন- ভাবছেন ভক্তরা।

আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার নজরকাড়া পারফরম্যান্সের মধ্যেও ‘পুষ্পা টু’-র মতো ব্লকবাস্টার সিনেমায় চোখ টেনেছিলেন ফাহাদ। ‘পুষ্পা’র প্রথম পর্বের পরে ভঁওয়র সিংহ শেখাওয়াত চরিত্রটির প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করে ছিলেন দর্শক। সেই আশা পূরণ হয়েছে অনুরাগীদের। তবে শুধু পুষ্পা নয়, ‘বরাথন’, ‘কুম্বলঙ্গি নাইট্‌স’, ‘সুপার ডিলাক্স’, ‘ট্রান্স’, ‘জোজি’, ‘মালিক’, ‘আবেশম’ এবং ‘বোগেনভিলিয়া’র মতো একাধিক দক্ষিণী ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0z61
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন