নাসিম রুমি: ভারতীয় সংগীতশিল্পী সনু নিগম। অসাধারণ কণ্ঠস্বর ও সুরেলা গায়কীর জন্য তিনি বলিউডের অন্যতম সেরা গায়ক হিসেবে পরিচিত। সম্প্রতি ভারতের ব্যাঙ্গালুরুর একটি কলেজে অনুষ্ঠান ছিল এ সংগীতশিল্পীর। এ সময় এক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন তিনি।
বেঙ্গালুরু কনসার্ট বিতর্কে অবশেষে মুখ খুলছেন সনু নিগম। নিজের ইনস্টাগ্রামে গায়ক লেখেন, ‘হিন্দি ছাড়াও আমি অনেক ভাষায় গান গেয়েছি। তার মধ্যে কন্নড় ভাষার গান অন্যতম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ১০০ মতো ভিডিও আছে যেখানে দেখা যাবে আমি কনসার্টে প্রায় ১ ঘণ্টারও বেশি সময় কন্নড় গান গেয়েছি।’
তার কথায়, ‘আমার ৫১ বছর বয়স। জীবনে দ্বিতীয়ার্ধ্ব চলছে। আমি বাচ্চা ছেলে নই যে এমন অপমান সহ্য করব। আমার পুত্রের বয়সী একটি ছেলে আমায় হুমকি দেবে, আর আমি তা চুপচাপ সহ্য করে নেব! পারব না।’
হাজার হাজার শ্রোতার সামনে এভাবে অপমান কোনও ভাবেই মেনে নিতে পারেননি সনু। বার বার বোঝানো সত্ত্বেও একরোখা মনোভাব পোষণ করেছিলেন সেই যুবকেরা। তখনই মেজাজ হারান গায়ক।
সংগীতশিল্পীর ভাষ্যে, ‘প্রত্যেক শিল্পী একটি অনুষ্ঠানের আগে নিজের মতো করে তালিকা তৈরি করেন। কখন কোন গান গাইবেন। সেই মতো এদিন এক ঘণ্টা কন্নড় গানও আমি গেয়েছিলাম। কিন্তু প্রথম গানটি গাওয়ার পর থেকেই ওরা উস্কানিমূলক মন্তব্য করতে শুরু করে। এবার আপানারাই বলুন কার ভুল এখানে।’