English

29.3 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

বাড়ছে ‘গেম অফ থ্রোনস’ ফ্র্যাঞ্চাইজি, আসছে চলচ্চিত্র

- Advertisements -
সময়ের অন্যতম জনপ্রিয় ও দর্শকপ্রিয় টিভি সিরিজ ‘গেম অফ থ্রোনস’ শেষ হয়েছে ২০১৯ সালেই। তবে শেষ হয়েও যেন হয়নি শেষ। সিরিজটি ঘিরে দর্শকদের উন্মাদনা বরাবরই তুঙ্গে। গতবছর দর্শকদের জন্য সুখবর নিয়ে পর্দায় আসে সিরিজটির প্রিক্যুয়েল সিরিজ ‘হাউজ অফ দ্য ড্রাগন’। এই সিরিজট্রি এইচবিওর জন্য আশীর্বাদ প্রমাণিত হয়। সিরিজটির তুমুল দর্শকপ্রিয়তা পায়। এবার ‘গেম অফ থ্রোনস’ ভক্তদের জন্য এলো আরেকটি সুখবর। ফ্র্যাঞ্চাইজিটি আরো প্রসারিত হতে চলেছে কারণ অন্য একটি প্রিক্যুয়েল সিরিজ এইচবিও’তে আনার আলোচনা করা হচ্ছে।
Advertisements

জানা গেছে, আসন্ন প্রকল্পটি প্রাথমিক পর্যায়ে রয়েছে যার কারণে এটির চিত্রনাট্য এখনো তৈরি হয়নি। তবে জায়ান স্ট্রিম ‘এইচবিও’ শো’টি নিয়ে কাজ করতে আগ্রহী।

বিশেষ সূত্র বলছে, এইচবিও এবং ওয়ার্নার ব্রোস এই ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট একটি ফিচার ফিল্ম তৈরি করবে। যা হবে ‘গেম অফ থ্রোনস’-এর প্রিক্যুয়েল। প্রিক্যুয়েলের সম্ভাব্য প্লট হবে, কীভাবে এগন টারগেরিয়ান এবং তার বোন/স্ত্রী ভিসেনিয়া এবং রেনিস তাদের সেনাবাহিনী এবং তাদের তিনটি ড্রাগন ব্যবহার করে ওয়েস্টেরসের সাতটি রাজ্যের মধ্যে ছয়টি জয় করেছিলেন।

এগন টারগেরিয়ান হলেন টারগেরিয়ান রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনি ওয়েস্টেরসের প্রথম রাজা, যিনি সর্বপ্রথম আয়রন সিংহাসনে বসেন। গেম অফ থ্রোনসের সময়কালের প্রায় ৩০০ বছর আগে এগনের রাজত্বকাল ছিল। মূলত এগন টারগেরিয়ানের রাজত্বকাল নিয়েই তৈরি হবে এই ফিচার ফিল্ম।

এদিকে ‘গেম অফ থ্রোনস’-এর প্রিক্যুয়েল ‘হাউজ অফ দ্য ড্রাগন’ ছিল এইচবিওর সুপারহিট আরেকটি প্রজেক্ট। ২০২২ সালে সিরিজটির প্রথম সিজন প্রচারিত হয়েছে। দ্বিতীয় সিজন আসবে ২০২৪ সালে। এরইমধ্যে ‘গেম অফ থ্রোনস’ ফ্র্যাঞ্চাইজির অপর সিরিজ জন স্নো আসতে চলেছে। ইতিমধ্যেই সিরিজটির একটি পোস্টারও শেয়ার করা হয়েছে যা ভক্তদের মাঝে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। টারগেরিয়ান বংশের শেষ উত্তরাধিকারি ‘জন স্নো’-এর স্পিন অফ সিরিজ এটি। এতে জন স্নো চরিত্রে অভিনয় করছেন মুল সিরিজের অভিনেতা কিট হ্যারিংটন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/fqun
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন