জনপ্রিয় উপস্থাপক কাজী মমরেজ মাহমুদের উপস্থাপনায় ও মোঃ নাসিরুল্লাহ এর প্রযোজনায় বিটিভিতে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে ব্যান্ড শো ধ্রুবতারা। এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড দল চিরকুট। এই অনুষ্ঠানটি কিছুটা ভিন্ন আঙ্গিকে গান আর আড্ডার কথকতা দিয়ে সাজানো হয়েছে।
ধ্রুবতারায় থাকবে চিরকুটের সাত টি গান। চিরকুট তাঁদের নতুন এলবাম ভালোবাসা সমগ্র থেকে এই প্রথম কোনো চ্যানেলে গান শোনাবে। চিরকুটের গান মানে আধুনিক জনজীবনে তারুণ্যের গল্পকথা। চিরকুট তাঁদের গানের কথা সুর ও পরিবেশনায় অনন্য।
অনুষ্ঠান এর উপস্থাপক মমরেজ জানালেন পুরো অনুষ্ঠান জুড়েই গানের সাথে থাকবে চিরকুটের অনেক অজানা গল্পের কথকতা, আড্ডা আর উচ্ছাস। অনুষ্ঠানে নতুন এলবামের গান ছাড়াও তাঁদের তুমুল জনপ্রিয় তিনটি গান তারা করবে। দেশ ও দেশের বাহিরে চিরকুটের আকাশচুমবি জনপ্রিয়তার মূল মাপকাঠি তাদের অনন্য পরিবেশনা। অনুষ্ঠানটির উপস্থাপক মমরেজ তার দীর্ঘ পঁচিশ বছরের মিডিয়া ক্যারিয়ারে বেশির ভাগ সময়ে বিটিভিতেই উপস্থাপনা করেছেন। তিনি জাতীয় প্রচার মাধ্যমে বিটিভিতে কাজ করেই গর্বিত বলে জানান। তার উপস্থাপিত সপ্তডিঙা ম্যাগাজিন অনুষ্ঠানটি এখনো বিটিভির এক গৌরবময় পরিবেশনা। বিভিন্ন বছরে আটটি ঈদের আনন্দমেলা ছাড়াও মমরেজ বেশ কয়েকটি দর্শক প্রিয় ম্যাগাজিন উপস্থাপনা করেছেন।
বর্তমানে বিটিভির আইকনিক গানের অনুষ্ঠান বাংলা ষ্টুডিও তিনি বিগত বেশ কতেক বছর ধরে উপস্থাপনা করছেন। মমরেজকে বলা হয় বিশেষ দিবসের উপস্থাপক যার কারণ হিসাবে তিনি বলেন প্রতি বছরের বিশেষ বিশেষ দিবসের বিশেষ অনুষ্ঠান যেমন স্বাধীনতা ও বিজয় দিবস, পহেলা বৈশাখ, একুশে ফেব্রুয়ারী, ঈদ, বিটিভির প্রতিষ্ঠা বার্ষিকী ইত্যাদিতে পেয়ে প্রতি বছর ই তিনি দর্শকদের জন্য উপস্থাপনা করেন বিশেষ দিবসের বিশেষ অনুষ্ঠান।
সুদর্শন এই উপস্থাপকের উপস্থাপনা, বাচন ভঙ্গি ও স্মার্ট উপস্থিতি দর্শকদের আকৃষ্ট করে বলেই দীর্ঘদিন ধরে সু-উপস্থাপক হিসাবে দর্শক হৃদয়ে প্রিয় হয়ে আছেন এই প্রচার বিমুখ শিল্পী মমরেজ। প্রায় বিশ বছর সেনা কর্মকর্তা হিসাবে জীবন যাপন করলেও তিনি সব সময়ে মিডিয়াতে সৃজনশীল কাজে অংশগ্রহণ করেছেন আর সেনাবাহিনী তাকে এই সুযোগ দেয়ায় তিনি সেনাবাহিনীর প্রতি আজীবন কৃতজ্ঞ রয়েছেন বলে জানান।