English

26 C
Dhaka
শনিবার, আগস্ট ২৩, ২০২৫
- Advertisement -

বিদেশে মুক্তি পাওয়া ‘বাড়ির নাম শাহানা’ এবার দেশের প্রেক্ষাগৃহে

- Advertisements -

গুপী বাঘা প্রোডাকশনস লিমিটেড ও কমলা কালেক্টিভের প্রযোজনায় এবং লীসা গাজীর পরিচালনায় দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘বাড়ির নাম শাহানা’। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে সূত্রে জানা গেছে।

গুপী বাঘা প্রোডাকশনস তাদের অফিসিয়াল পেজে একটি পোস্টে জানিয়েছে, সিনেমাটি শিগগিরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর আগে এ সিনেমাটি লন্ডন, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম ও মুম্বাইয়ে প্রদর্শিত হয়েছে।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত এ সিনেমাটি নব্বইয়ের দশকের বাংলাদেশের এক রক্ষণশীল পরিবারের এক নারীর বেঁচে থাকার কাহিনি। এ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র দীপা, যে কোনোভাবেই চায় না বিচ্ছেদের পর পরিবার বা সমাজ তার জীবনকে নিয়ন্ত্রণ করুক। কিন্তু রক্ষণশীল শহরে বড় হওয়ার পরও দীপা সমাজের কূপমণ্ডকতা পুরোপুরি অস্বীকার করে নিজের মতো করে বেঁচে থাকতে চায়।এমনই গল্প উঠে এসেছে ‘বাড়ির নাম শাহানা’ সিনেমায়।

বাড়ির নাম শাহানা’ সিনেমার বেশিরভাগ চিত্রগ্রহণ করা হয়েছে বাংলাদেশের একটি মফস্বল শহরে। কিছু অংশের শুটিং হয়েছে যুক্তরাজ্যে। গল্পের সময় ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখেই সিনেমাটি ডাবিং ছাড়াই অন-লোকেশন সাউন্ডে নির্মিত হয়েছে বলে জানানো হয়।

বাড়ির নাম শাহানা’ সিনেমা প্রসঙ্গে পরিচালক লীসা গাজী বলেন, আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘বাড়ির নাম শাহানা’ সিনেমাপ্রেমী দর্শকদের সামনে আনার সুযোগ পেয়ে আমি আপ্লুত এবং গভীরভাবে কৃতজ্ঞ।

এ নির্মাতা বলেন, এ সিনেমার গল্প বাস্তব ঘটনার প্রতিচ্ছবি, যেখানে ভালো ও মন্দের সরল সংজ্ঞার বাইরে গিয়ে আমি আমাদের অতি চেনা জগতের একজন সাধারণ নারীর গল্প বলেছি।

লীসা গাজী বলেন, ‘বাড়ির নাম শাহানা’ বিষণ্ণ করা সিনেমা না। বরং জীবনের জয়গানে মুখর। আমাদের একমাত্র চাওয়া দর্শকরা সপরিবার এবং সবান্ধব এসে সিনেমাটি দেখুন। তাদের রায় শোনার জন্য আমরা অধীর আগ্রহে দিন গুনছি

এ সিনেমাটিতে দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। নির্মাতা লীসা গাজীর সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্যও করেছেন অভিনেত্রী। এ ছাড়া আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নী প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tmbp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন