English

30.9 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
- Advertisement -

বিয়ে করলেন সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো

- Advertisements -

দীর্ঘদিনের প্রেম শেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ এবং সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কো। শনিবার ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও সহকর্মীদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের স্বপ্নের বিয়ে।

বিশেষ এই দিনের কিছু মুহূর্ত সেলেনা গোমেজ শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। যদিও ছবির ক্যাপশনে তিনি কিছু লেখেননি, তবে মন্তব্যের ঘরে ব্ল্যাঙ্কো আবেগঘনভাবে লেখেন, “My wife in real life”।

গোমেজ ও ব্ল্যাঙ্কোর প্রথম পরিচয় ঘটে ২০০৯ সালের দিকে, যখন সেলেনা মাত্র ১৭ বছর বয়সে “Wizards of Waverly Place” সিরিজে অভিনয় করতেন। সেই সময় গোমেজের মা মেয়ের সংগীত ক্যারিয়ারের জন্য তাকে পরিচয় করিয়ে দেন ব্ল্যাঙ্কোর সঙ্গে। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব, একসঙ্গে কাজ, এবং শেষে প্রেম।

তাদের প্রথম যৌথ কাজ শুরু হয় ২০১৫ সালে, গোমেজের অ্যালবাম ‘Revival’-এর মাধ্যমে। এই অ্যালবামের দুটি গান প্রযোজনা করেছিলেন ব্ল্যাঙ্কো। এরপর ২০১৯ সালে একসঙ্গে গান করেন আবার। প্রেমের আনুষ্ঠানিক শুরু অবশ্য হয় ২০২৩ সালে, যখন তারা ‘Single Soon’ গানে একসঙ্গে কাজ করেন।

পরের বছর ডিসেম্বরেই এই যুগল বাগদান সারেন।

চলতি বছরের মার্চে তারা প্রকাশ করেন নিজেদের প্রথম যুগল অ্যালবাম ‘I Said I Love You First’, যেখানে রয়েছে ১৪টি গান। অ্যালবাম প্রকাশের আগে Spotify-তে প্রকাশিত এক ৩৩ মিনিটের কথোপকথনে নিজেদের লেখালিখি, অনুভূতি এবং সংগীত তৈরির পেছনের গল্প শেয়ার করেন তারা।

সেলেনা বলেন, “আমরা সকালে ঘুম থেকে উঠে কথা বলতাম, কিন্তু কখনও চিন্তা করতাম না আজ কী গান লিখব। আমাদের প্রতিটি কথা ছিল জীবনের মতোই স্বাভাবিক।”

ব্ল্যাঙ্কো বলেন, “ওর প্রতিটা কথা আমি লিখে রাখতাম। হয়তো ও বুঝতো না, কিন্তু অনেক সময় তার বলা কথার মাঝেই খুঁজে পেতাম গানের লাইন। এটাই আমাদের সংগীতের ম্যাজিক।”

এই ঘরোয়া কিন্তু গ্ল্যামারাস আয়োজনে অতিথি ছিলেন সেলেনার ঘনিষ্ঠ বন্ধু টেইলর সুইফট, অভিনেতা পল রাড, স্টিভ মার্টিন ও মার্টিন শর্ট। আরও উপস্থিত ছিলেন প্যারিস হিলটন, এড শিরান, অ্যাশলি পার্ক এবং ‘Wizards of Waverly Place’-এর সহশিল্পী ডেভিড হেনরি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zwdf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন