নাসিম রুমি: ভারতের হিন্দি সিনেমার ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী প্রেম ও বিয়ের ঘটনা সিনেমার গল্পকেও হার মানায়। প্রেম করে বিয়ে করার কারণে দীর্ঘদিন চর্চায় ছিলেন ধর্মেন্দ্র ও হেমা মালিনী। তবে ধর্মেন্দ্রকে বিয়ে করার আগে তিনজন বড় তারকা হেমা মালিনীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।
তাদের মধ্যে একজনের সঙ্গে হেমা মালিনীর বিয়ের কথা পাকাপাকি হলেও, সেই বিয়ে ভেঙে যায় বিয়ের দিন।
বিয়ে ভাঙার ওই ঘটনা হেমা মালিনী লিখেছেন তার জীবনীতে। সেই ঘটনা তুলে এনেছে সংবাদমাধ্যম। ভারতের সংবাদমাধ্যম লিখেছে, অভিনেতা সঞ্জীব কুমার একবার নয়, হেমা মালিনীকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন দুইবার। দ্বিতীয়বার সঞ্জীব কুমার তার পক্ষ থেকে জিতেন্দ্রকে হেমা মালিনীর কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলেন।
তবে সেখানে একটি ঘটনা ঘটান জিতেন্দ্র। তিনি অভিনেত্রীকে সঞ্জীব কুমারের প্রস্তাবটি না দিয়ে, নিজের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেন।
এরপর তিরুপতি মন্দিরে হেমা মালিনী ও জিতেন্দ্রর বিয়ের আয়োজনও সেরে নিয়েছিল দুই পরিবার। ওই সময় ঘটনা নেয় নাটকীয় মোড়।
জিতেন্দ্রর শৈশবের প্রেমিকা শোভা সিপ্পি ছুটে যান ধর্মেন্দ্রর কাছে, কারণ তিনি জানতেন ধর্মেন্দ্র হেমা মালিনীকে পছন্দ করেন। শোভা জিতেন্দ্র-হেমা মালিনীর বিয়ে ভেঙে দেওয়ার জন্য ধর্মেন্দ্রর কাছে অনুরোধ জানিয়েছিলেন। এরপর শোভা ও ধর্মেন্দ্র একসঙ্গে বিশেষ বিমানে চড়ে পৌঁছে যান মন্দিরে।
সেখান গিয়ে শোভা জিতেন্দ্রকে বলেন, দিনি ১৪ বছর বয়স থেকে অভিনেতার প্রেমে পড়েছেন। অন্যদিকে হেমা মালিনী যেন বিয়ের পিড়িতে না বসেন, ধর্মেন্দ্র সেই অনুরোধ করতে থাকেন।
দুই পরিবারই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যায়; আর শেষমেশ হেমা মালিনী-জিতেন্দ্রর বিয়ে ভেঙে যায়। হেমা মালিনী তার জীবনীতে লিখেছেন জিতেন্দ্রর সঙ্গে বিয়ে আটকাতে মরিয়া হয়ে উঠেছিলেন ধর্মেন্দ্র।