নাসিম রুমি: বেশ বিরতির পর বড়পর্দায় ফিরছেন রুবেল। তাঁর অভিনীত ‘মার্শাল কিং’ সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে। এটি মিজানুর রহমান শামীম পরিচালনায় একটি ধারাবাহিক সিনেমা। সব কিছু ঠিক থাকলে এর প্রথম গল্প দর্শকরা বড়পর্দায় দেখতে পাবেন আগামী অক্টোবরেই।
পরিচালক নিজেই সামাজিক মাধ্যমে শুটিংয়ে কিছু মুহূর্তের ছবি প্রকাশ করে এ খবর জানান। সিনেমাটিতে ভয়ংকর এক চরিত্রে দেখা যাবে রুবেলকে। এতে আরও রয়েছেন চিতা, মার্শাল জনিসহ অনেক পরিচিত মুখ। এটি প্রযোজনা করছে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার।
গল্পে দেখা যাবে, পাঁচজন বন্ধু রাঙামাটির একটি কারাতে স্কুলে ভর্তি হয়। কেবল কয়েকটি কসরত তারা শিখেছেন। এর পরপরই ওই এলাকার এক গুন্ডার সঙ্গে তাদের মারামারি হয়। রুবেল ছিলেন ওই স্কুলের ফাইট মাস্টার। একদিন ওই পাঁচ বন্ধু মার খাওয়ার পর অবস্থা দেখে রুবেল তাদের কারাতে কিং বা মার্শাল কিং বানানোর দায়িত্ব নেন। তাদের এমন শক্তিশালী বানান যে, পৃথিবীর কোনো শক্তিই তাদের আর হার মানাতে পারে না। এরপর নানা ঘটনাপ্রবাহে এগিয়ে যায় গল্প।
রুবেল বলেন, ‘বেশ বিরতির পর সিনেমায় অভিনয় করছি। এর গল্প অসাধারণ। ধারাবাহিক অ্যাকশনধর্মী সিনেমাটির আরও বেশকিছু সিকুয়াল সামনে আসবে। প্রতিটিতেই চমক থাকবে। আশা করছি, সিনেমাটি দর্শকের মন জয় করবে।’
প্রসঙ্গত, ঢাকাই সিনেমার নন্দিত অ্যাকশন হিরো রুবেল ক্যারিয়ারের শুরু থেকেই সিনেমায় দুর্ধর্ষ সব মারামারির দৃশ্য উপহার দিয়ে দর্শকদের মুগ্ধ করতেন। তার বেশির ভাগ ছবিই ছিল ব্যবসাসফল। ১৯৬০ সালের ৩ মে বরিশালে জন্মগ্রহণ করা এই অভিনেতা শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘লড়াকু’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে পা রাখেন।