English

33.4 C
Dhaka
সোমবার, জুলাই ২১, ২০২৫
- Advertisement -

ভয়ে ভয়ে মন্ত্রমুগ্ধ হয়ে তার নির্দেশনা শুনতাম: মিম

- Advertisements -

হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবতী বলে মনে করেন বিদ্যা সিনহা মিম। তার সিনেমার নায়িকা হতে পারাটা জীবনের অনেক বড় পাওয়া বলেও মনে করেন এই অভিনেত্রী।

‘একজন নির্মাতা হিসেবে স্যারকে যতটুকু দেখেছি তাতে মুগ্ধ হওয়া ছাড়া কোনো পথ নেই।’— আজ বরেণ্য কথাসাহিত্যিক, নাট্যনির্মাতা ও এই চলচ্চিত্রকারের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে কথাগুলো বলছিলেন মিম।

অভিনেত্রীর ভাষ্যে, ‘তাঁকে সব সময় আমার কাছে গল্পের মানুষ মনে হতো। গল্পে যেমন চরিত্র পড়ি, তেমনই একটা চরিত্র ছিলেন তিনি আমার কাছে। ‘আমার আছে জল’ সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আমার, ২০০৮ সালে। স্যার আমাকে চলচ্চিত্রের নায়িকা বানিয়ে দিলেন।সেই তো শুরু। এখনো মনে পড়ে, এই তো সেদিন হুমায়ূন স্যার দৃশ্য বুঝিয়ে দিচ্ছিলেন। আমি ভয়ে ভয়ে মন্ত্রমুগ্ধ হয়ে তাঁর নির্দেশনা শুনছিলাম।’

মিম বললেন, ‘আজ স্যারের মৃত্যুবার্ষিকী।

অথচ কখনও মনে হয় না, স্যার পৃথিবীতে নেই।  আমাদের চারপাশে স্যারের কাজ এতটাই আবিষ্ট করে রেখেছে যে সব সময় সময় তিনি আমাদের মাঝেই আছেন। আমাদের সঙ্গেই আছেন। ভালোবাসায়, অনুভবে কাজে স্যার আমার মাঝে থাকলেও এটা তো চিরন্তন সত্য স্যার আজ প্রয়াত। আজকের দিনে স্যারকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।
যেখানেই থাকুন ভালো থাকুন।’ 

২০১২ সালের এই দিনে চিরবিদায় নেন হুমায়ূন আহমেদ। আজ এই গুণীর ১৩তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে যাত্রা শুরু মিমের। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vobr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন