সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে নিয়া নোয়ার। নিয়া নোয়ারকে অনেকেই ‘অতি আবেদনময়ী’ ও ‘বিশ্বের সেরা সুন্দরী’ হিসেবে অভিহিত করেছেন। টিকটকে তাঁর ফলোয়ারসংখ্যা ২৭ লাখ ছাড়িয়েছে। নিয়া নোয়ারের নাচের ভিডিও, ভ্রমণের ছবি এবং সেলফি সামাজিক মিডিয়ায় ভাইরাল হয়ে থাকে।
তাঁর পোস্টের নিচে লাখো রিঅ্যাকশন ও মন্তব্য আসে। নিয়া এসব মন্তব্যের প্রতিউত্তর করেন এবং ফলোয়ারসংখ্যা ও এনগেজমেন্ট বাড়ান। তবে নিয়া সম্পর্কে জানা যায় না তাঁর জন্ম, পড়াশোনা, পারিবারিক ইতিহাস, পেশাজীবন, জাতীয়তা বা উচ্চতা।
সম্প্রতি জানা গেছে, নিয়া কোনো বাস্তব চরিত্র নয়, তাকে তৈরি করা হয়েছে এআই দিয়ে। নিয়া নামক কাল্পনিক এই চরিত্রের পেছনে যাঁরা বা যে প্রতিষ্ঠান আছে, তারা নিয়াকে ব্যবহার করে কোটি কোটি টাকা আয় করছেন। এই সত্য উদ্ঘাটিত হওয়ার পর নিয়ার জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে।
