English

28.2 C
Dhaka
মঙ্গলবার, মে ১৩, ২০২৫
- Advertisement -

ভারত এশিয়া সেরা হতেই নীল শার্ট পরে মন্নতের ছাদে শাহরুখ

- Advertisements -

নাসিম রুমি: এশিয়া সেরা ভারত। এই নিয়ে অষ্টমবার ২২ গজের ময়দানে দাপট দেখিয়ে দিয়েছে ‘নীল বাহিনি’ শ্রীলঙ্কার মাটিতেই লঙ্কাদহন করেছে ভারতীয় ক্রিকেট টিম। আর দেশের এমন সাফল্যের পরই মন্নতের ছাদে নীল শার্ট পরে ধরা দিলেন শাহরুখ খান।

এই নিয়ে অষ্টমবার ২২ গজের ময়দানে দাপট দেখিয়ে দিয়েছে ‘নীল বাহিনি’ শ্রীলঙ্কার মাটিতেই লঙ্কাদহন করেছে ভারতীয় ক্রিকেট টিম। আর দেশের এমন সাফল্যের পরই মন্নতের ছাদে নীল শার্ট পরে ধরা দিলেন শাহরুখ খান রবিবাসরীয় বিকেলে কিং খানের জন্য এ যেন ‘ডবল ধামাকা’!

একদিকে যখন বিশ্বের বক্স অফিসে বিজয়রথ ছোটাচ্ছে ‘জওয়ান’ ৮০০ কোটির ক্লাবে ঢুকে নতুন মাইলস্টোন গড়েছে, তখন ভারতীয় ক্রিকেট টিমের এশিয়া কাপ জেতার উচ্ছাসে ভাসছে গোটা দেশ। আর সেই উন্মাদনাতেই এবার যোগ দিলেন কিং খান। আমজনতার সঙ্গে তাল মিলিয়ে তিনিও ‘ব্লিড ব্লু’ বাহিনীর সৈনিক হলেন।

রবিবার বিকেলে নীল শার্ট পরে মন্নতের ছাদে উঠলেন শাহরুখ খান। সিংহদুয়ারের সম্মুখে তখন জনঅরণ্য। কিং খানকে দেখে বাঁধভাঙা উচ্ছ্বাস অনুরাগীদের।

তাঁদের গগনভেদী চিৎকারে কান পাতা দায়! বাদশা এলেন, অনুরাগীদের উদ্দেশে চুমু ছুঁড়ে, হাত নেড়ে অভিবাদন জানালেন। ভক্তদের উন্মাদনা তখন ঈস্বরদর্শনের মতোই। অতঃপর সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করার সুযোগও ছাড়লেন না তাঁরা। যা কিনা এখন নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন