English

29.4 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫
- Advertisement -

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে বড় সিদ্ধান্ত শাহরুখ খানের

- Advertisements -

নাসিম রুমি: ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি এখনও নাজুক। ঘোষণা এসেছে যুদ্ধবিরতির। তুবও যেন পরিস্থিতি স্বাভাবিক হয়নি। উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে নিয়ে ভারত-পাকিস্তান দুই দেশের শোবিজ অঙ্গনই উত্তপ্ত হয়েছিল। এরই মধ্যে বড় সিদ্ধন্ত নিলেন শাহরুখ খান ও তার ‘কিং’ ছবির টিম।

ভারত ও পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে একেবারেই চুপ ছিলেন শাহরুখ খান। বলিউড বাদশার এমন নীরবতার কারণে অনেকে প্রশ্ন তুলেছেন। তুবও মুখ খোলেননি তিনি।

এবার নিজের সিনেমা নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা ও তার ছবির নির্মাতা। ‘কিং’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল আগামী ১৬ মে থেকে। কিন্তু দুই দেশের উত্তেজনাকর পরিস্থিতির কথা মাথায় রেখেই এই ছবির শুটিং পিছিয়ে দেয়ার কথা ভাবছেন নির্মাতারা।

সিনেমার এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “যুদ্ধবিরতি ঘোষণার পরও কিছু বিষয় এখনও স্পর্শকাতর। তাই সকলেই শঙ্কিত। এই সময়ে কাজ শুরু করা ঠিক হবে কি না, সেটা নিয়ে সকলেই চিন্তিত। আগামী ১৬ মে থেকে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য ছবির শুটিং পিছিয়ে যেতেই পারে। পরিস্থিতি ও পরিবেশ শান্ত হলেই ছবির কাজ শুরু করা সমীচীন হবে।”

এই ছবি নিয়ে দীর্ঘ দিন ধরে বিস্তর আলোচনা হচ্ছে। শাহরুখের সিনেমায় রয়েছেন সুহানা খান। এটিই তার বড় পর্দার প্রথম ছবি। এছাড়াও ছবিতে অভিনয় করছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অভয় বর্মা, আরশাদ ওয়ারসি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন