ভৈরব সরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা গত ২৭ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে ভৈরব প্যালেস পার্টি সেন্টারে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম। বার্ষিক সাধারণ সভাটি উদ্বোধন করেন ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক, মোঃ নুরুজ্জামান, উপজেলা যুবদল আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন সুজন, শিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল হক সিরাজ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ গোলাম রাব্বি, মোঃ সাফিউদ্দিন, প্রণয় কুমার সাহা ও সহকারী শিক্ষক আব্দুর রউফসহ আরও অনেকে।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ সরকার আনোয়ার হোসেনকে সভাপতি, মোঃ তোফায়েল আহমেদকে সাধারণ সম্পাদক এবং মোঃ আনোয়ার হোসেনকে সহ-সভাপতি করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ভৈরব উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।