ভারতীয় অভিনেত্রী দিশা পারমার ও ইন্ডিয়ান আইডলখ্যাত গায়ক রাহুল বৈদ্য ২০২৩ সালে কন্যাসন্তানের বাবা-মা হন। মা হওয়ার পর থেকেই অভিনয় থেকে দূরে আছেন এই টিভি অভিনেত্রী। তবে অভিনেত্রীর মাতৃত্বের সফর ছিল বেশ কঠিনই। জন্মের পর মেয়ে কিছুতেই বুকের দুধ পান করতে চাইত না। বুকে মুখ ঠেকালেই কান্না জুড়ে দিত মেয়ে। এমন অবস্থা দেখে কেঁদে ফেলতেন অভিনেত্রী।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/iwi5