English

16 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
- Advertisement -

মাঝ আকাশে বিপত্তি, যেভাবে রক্ষা পেলেন শুভশ্রী

- Advertisements -

টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী সপরিবার বেড়াতে গিয়েছিলেন থাইল্যান্ডে। পুত্র ইউভান, কন্যা ইয়ালিনিকে নিয়ে থাইল্যান্ডের রাজপথে নতুন বছর উদযাপনে মেতে ওঠেন এ তারকা দম্পতি।

বছর শেষে মুক্তি পেয়েছে শুভশ্রী অভিনীত সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘নটী বিনোদিনী’র ভূমিকায় তার অভিনয় দর্শক প্রশংসিত হয়। রাজও শেষ করেছেন তার আগামী ছবি ‘হোক কলরব’-এর শুটিং। এত ব্যস্ততার মধ্যে কিছু সময়ের জন্য নতুন বছরকে সপরিবার স্বাগত জানাতে এবং নিজেদের মতো করে সময় কাটাতে সমুদ্রদ্বীপে পৌঁছে গিয়েছিলেন তারা।

সেখানে মা-মেয়ে বিকিনিসুন্দরী! আইসক্রিম নিয়ে আনন্দে মেতেছিল ইউভান। স্ত্রী, পুত্র ও কন্যার ছবি তুলেছেন রাজ। থাইল্যান্ডে মধ্যরাতে বর্ষবরণে মেতেছিলেন ‘রাজশ্রী’।

চক্রবর্তী পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর, ফেরার পথেই বিপত্তি ঘটে। মাঝ আকাশে হঠাৎ বিমানে গোলযোগ। যাত্রীদের প্রাণরক্ষা করতে তড়িঘড়ি বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন চালক। তার সেই সিদ্ধান্তেই বাকি যাত্রীদের সঙ্গে সপরিবার প্রাণে বাঁচেন রাজ চক্রবর্তী দম্পতিও। যদিও তখন নাকি বিমানের মধ্যেই কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন অনেকেই।

বিপদ কাটতেই আবার কাজের মেজাজে কর্তা-গিন্নি। শুভশ্রী ব্যস্ত তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবির প্রচারে। রাজ উত্তর কলকাতায় তার আগামী সিরিজ ‘আবার প্রলয় ২’-এর শুটিং শুরু করে দিয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার রাজের শুটিং শেষ। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় ‘হোক কলরব’ সিনেমার ট্রেলার মুক্তি আয়োজন করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wo3o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন