নাসিম রুমি: কোথাও ভোর ৫টা, কোথাও সকাল ৬ টা। সকাল থেকেই দেশজুড়ে জওয়ান ঝড়। রাতের ঘুমকে তোয়াক্কা না করে জওয়ান দেখতে হাজির শাহরুখ ভক্তরা। সিনেমা হলের বাইরেই রাত জাগলেন কেউ কেউ। সারারাত ধরে হাতে পোস্টার, মুখে স্লোগান।
শাহরুখ বন্দনা শুরু সেই মধ্যরাত থেকে। ভক্তদের এমন উন্মাদনা দেখে আপ্লুত শাহরুখ খান। আর তাই ফ্যানদের উৎসাহকে আরও বাড়িয়ে দিতে নিজের এক্স প্রোফাইল থেকে ধন্যবাদ জানালেন বলিউড বাদশা।
শাহরুখ লিখলেন, ”তোমাদের সকলের জন্য অনেক ভালবাসা। আশা করি তোমাদের জওয়ান ভাল লাগবে। তোমাদের এই উন্মাদনা দেখার জন্যই রাতভর জেগে রয়েছি।”
দর্শকরা বলছেন, শাহরুখের এই ছবি একেবারেই ব্লকবাস্টার। একের পর এক চমক রয়েছে ছবিতে। বিশেষ করে নানারূপে শাহরুখের অভিনয়ই এই ছবির আসল ইউএসপি। গল্পেও রয়েছে একের পর এক টুইস্ট। প্রথম দিন, প্রথম শো দেখে দর্শকরা বলছেন, শাহরুখের কেরিয়ারের সেরা ছবি ‘জওয়ান’।
শাহরুখ খানের তিন দশকের কেরিয়ারে রেকর্ড! পয়লা দিনের প্রায় ৬ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। জল্পনা ছিল, ওপেনিং ডে-তেই হেসেখেলে ৫০ কোটির ক্লাবে ঢুকবে ‘জওয়ান’ এবার তাতেই সিলমোহর। দেশ-বিদেশ মিলিয়ে আন্তর্জাতিক বক্সঅফিসেও অগ্রীম বুকিংয়ের ক্ষেত্রে হিন্দি সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে এই ছবি। রিলিজের আগেই ৫০ কোটির ব্যবসা। যা কিনা বিশ্বের বক্সঅফিসে বলিউডের গ্রাফকে একলাফে উর্ধ্বমুখী করে দিয়েছে।