English

25.9 C
Dhaka
বুধবার, জুলাই ৯, ২০২৫
- Advertisement -

মুক্তির মাত্র তিন দিনেই ব্লকবাস্টার!

- Advertisements -

নাসিম রুমি: দুর্গাপূজার বক্স অফিস বরাবর বাংলা ইন্ডাস্ট্রির পাখির চোখ। শারদীয়ার মেজাজে সিনেমা দেখার ভিড়ও কম থাকে না। সেই রেশ এবারের বক্স অফিসেও দেখা যাচ্ছে। বাংলা সিনেমা ‘বহুরূপী’, ‘টেক্কা’র পাশাপাশি মিঠুন চক্রবর্তী ‘শাস্ত্রী’ও নেমেছে ময়দানে। পূজায় এবার কার দখলে বক্স অফিস? সেই উত্তরের আশায় দিন গুনছেন প্রযোজকরা।

কিছুদিন আগেই ‘উইন্ডোজ প্রোডাকশন’-এর তরফে এসেছে ‘বহুরূপী’র আগাম টিকিট বুকিংয়ের হিসাব। মুক্তির প্রথম দিনেই, মাত্র ২৪ ঘন্টায় প্রায় ১০ হাজার টিকিট আগাম বুকিং হয়েছিল অনলাইনে। পূজার আবহে প্রতিটি সিনেমা হল প্রায় ভর্তি ‘বহুরূপী’তে।

এবার সমস্ত রেকর্ড ভেঙে দিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই সিনেমা। ষষ্ঠীর রাতেই প্রায় ১৯ হাজার টিকিট বিক্রির রেকর্ড গড়ল ‘বহুরূপী’। ৭৫টি শো হাউজফুল। তালিকায় রয়েছে স্টার থিয়েটার, আইনক্স, এসভিএফ সিনেমাজের মতো হলগুলি। বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টারের তকমাও পেল এই সিনেমা। ইতিমধ্যেই এই সিনেমা ঘিরে দর্শক থেকে সমালোচক মহলের ইতিবাচক সাড়া নজর কেড়েছে।

প্রসঙ্গত, ‘বহুরূপী’র রঙে রাঙাচ্ছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়ের জুটি। সেই সঙ্গে পাল্লা দিয়ে থাকছেন আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর জুটিও। গল্পে দুই জুটির রোম্যান্স দেখতে দারুণ উৎসুক দর্শকও। এই সিনেমার প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৩-২০০৫ এই সময়টা জুড়ে। পশ্চিমবঙ্গের বুকে ক্রমান্বয়ে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা, যাকে কেন্দ্র করেই এই সিনেমা। ৮ অক্টোবর, উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে মুক্তি পেয়েছে সিনেমাটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7kp6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন