নাসিম রুমি: বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা বারবার নিজেকে ‘সিঙ্গেল’ ঘোষণা করেও শান্তি নেই। তবে অভিনেত্রী দৃঢ়প্রতিজ্ঞ— তিনি সারাজীবন সেই কাজটাই করবেন, যেটা তাকে আনন্দ দেয়। তিনি চান, মানুষ তাকে সেভাবেই মনে রাখুক। যদিও সম্প্রতি এক হীরা ব্যবসায়ীর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছে। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।
এর আগে ২০২৪ সালে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙে মালাইকা অরোরার। তার আগে সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবন ভেঙে যায়। যদিও নিজের জীবনের বিয়ে কিংবা প্রেমভাঙা নিয়ে কখনো কাদা ছোড়াছুড়ি করেননি অভিনেত্রী।
বরং আগের সম্পর্কগুলোকে সম্মান জানিয়েছেন মালাইকা। যদিও অর্জুনের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে আগে নীরব থাকলেও সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন, অর্জুন সবসময় তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবেন।
অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর কয়েকজনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শোনা গেলেও সিলমোহর পড়েনি একটিতেও। কিন্তু একটি গানের অনুষ্ঠানে মালাইকার সঙ্গে এক যুবককে দেখার পর থেকে সম্পর্কের গুঞ্জন শুরু হয়। সেই যুবকের নাম হর্ষ মেহতা। বয়স ৩৩। তার নাকি বেলজিয়ামে হীরার ব্যবসা রয়েছে।
আরও শোনা গেছে, গত কয়েক মাস ধরে পরস্পরের সঙ্গে সম্পর্কে আছেন মালাইকা অরোরা ও হর্ষ মেহতা। একাধিকবার একসঙ্গে দেখা গেছে দুজনকে।
এ প্রসঙ্গে মালাইকা বলেন, আসলে লোকে অনেক কথাই তো বলে। আর আমি যখনই আমার পুরোনো বন্ধু থেকে কোনো সমকামী পুরুষ অথবা বিবাহিত পুরুষ— যার সঙ্গেই বের হই না কেন, আমার সঙ্গে তার নাম জুড়ে দেওয়া হয়। নিত্যনতুন নাম শুনে আমার মা প্রশ্ন করে— নতুন ব্যক্তিটি কে? আমরা এখন এসব নিয়ে হাসাহাসি করি।
