English

30 C
Dhaka
শুক্রবার, মে ৯, ২০২৫
- Advertisement -

মৃত্যুর ৫ বছর পর পর্দায় ফিরছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

- Advertisements -

নাসিম রুমি: বাঙালির আবেগের আর এক নাম সৌমিত্র চট্টোপাধ্যায় ২০২০ সালে ১৫ নভেম্বর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিন। আজও বাঙালির মন ভারাক্রান্ত করে দিনটা । করোনা আবহের মাঝেই হাজার হাজার মানুষ পা মিলিয়েছিল অপুর শেষযাত্রায়। আবার পাঁচ বছর পর, সৌমিত্র চট্টোপাধ্যায়কে জীবন্ত দেখতে পাবে দর্শক। পর্দায় তিনি আবার আসছেন স্বমহিমায়।

আগামীকাল ৯ মে,২০২৫ মুক্তি পাচ্ছে শ্যামল বসু পরিচালিত ছবি ‘ভালবাসা ডট কম’। লাভস্টোরিতে তরুণ নায়ক-নায়িকা থাকলেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুর অনেক আগেই তিনি এই ছবিটির শ্যুটিং ও ডাবিং শেষ করে গিয়েছিলেন।

পরিচালক শ্যামল বসু মোট ১২টি ছবি তৈরি করেছেন সৌমিত্রকে নিয়ে। যে কোনও পরিচালকের কাছে যা অত্যন্ত গর্বের। প্রথম ২০১৪ সালে সৌমিত্রকে নিয়ে ‘অন্তিমযাত্রা’ ছবিটি করেছিলেন শ্যামল বোস। ধীরেধীরে আপনি থেকে তুমি হলেন তাঁরা। এক সময় পিতাপুত্রর সম্পর্ক তৈরি হয়ে গেছিল তাঁদের মধ্যে। সৌমিত্রকে নিয়ে ‘ভালবাসা ডট কম’ শ্যামলের ১১ তম ছবি। শ্যামল-সৌমিত্র জুটির শেষ ১২ তম ছবি ‘শিক্ষা’ মুক্তি পাবে আরও কদিন পর। সেই ছবির ডাবিংও শেষ করে গেছেন সৌমিত্র।

‘ভালবাসা ডট কম’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও দীপঙ্কর দে, দুই বর্ষীয়ান অভিনেতা একসঙ্গে কাজ করেছেন। এছাড়াও আছেন রজতাভ দত্ত, রাজেশ শর্মা র মতো বলিষ্ঠ শিল্পীরা। সঙ্গীত পরিচালক শুভেন্দু অধিকারী, কলকাতা পুলিশের বড় পদে আসীন। তবে ‘ভালবাসা ডট কম’ ছবির ডাবিং শেষ করে যেতে পারেননি সৌমিত্র। তাঁর লিপে ডাবিং করেছেন অভিনেতা বুদ্ধদেব ভট্টাচার্য।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন