English

27.2 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

মোশাররফ আর রাজকে নিয়ে চমকে দিলেন ফারিণ

- Advertisements -

নাসিম রুমি: তাসনিয়া ফারিণকে রোমান্টিক চরিত্রেই দেখে বেশি অভ্যস্ত দর্শকেরা। তাঁকে ‘পাশের বাড়ির মেয়ে’ হিসেবেই পর্দায় বেশি দেখা যায়। কিছু চরিত্রে তাঁকে দেখা গেছে অসহায় তরুণীর চরিত্রে। তবে এবার খোলনলচে পাল্টে পুরোপুরি বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে আসছেন অভিনেত্রী।

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘ইনসাফ’-এর টিজারে দেখা মিলেছে ‘অচেনা ফারিণ’-এর। এবার সিনেমার গান ‘আকাশেতে লক্ষ তারা ২.০’–এ দেখা মিলল আবেদনময়ী ফারিণের। গতকাল সন্ধ্যায় প্রকাশিত হয়েছে সঞ্জয় সমাদ্দারের সিনেমার গানটি।

ড্যান্স নম্বরটির হুকলাইন ‘আকাশেতে লক্ষ তারা’ নেওয়া হয়েছে মিল্টন খন্দকারের লেখা থেকে। ‘কুলি’ সিনেমার সুপারহিট গানটিতে সুর করেছিলেন আলম খান। কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর ও রিজিয়া পারভীন। পর্দায় ছিল ওমর সানি ও পপির দুরন্ত রসায়ন। ছবিটির পরিচালক ছিলেন মনতাজুর রহমান আকবর।

‘ইনসাফ’-এর গানটি লিখেছেন সুদীপ কুমার। সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। গেয়েছেন মিলা।

গানটিতে নেচে–গেয়ে মঞ্চ মাতাতে দেখা গেছে ফারিণকে। তবে কেবল ফারিণ নন, গানটিতে শরীফুল রাজ ও মোশাররফ করিমের উপস্থিতিও ছিল বড় চমক। এ ধরনের গানে এভাবে তাঁদেরও আগে পাওয়া যায়নি।সন্ধ্যায় নিজের ফেসবুকে গানটি শেয়ার করে ফারিণ লিখেছেন, ‘ইইইয়াহ্’। গানে ‘অচেনা ফারিণ’কে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক ভক্ত। একজন লিখেছেন, ‘পুরাই হিট একটা গান।’ আরেক ভক্ত লিখেছেন, ‘মাত্র দেখে আসলাম, গানের সাথে মিউজিকের সাথে ফারিণের ড্যান্স এককথায় অসাধারণ।’

কিছুদিন আগে সাক্ষাৎকারে ফারিণ বলেছেন, প্রথমবার পুরোপুরি বাণিজ্যিক সিনেমায় অভিনয় করছেন। এটা নিয়ে তিনি নিজেও রোমাঞ্চিত। জানান, শুটিংয়ের পুরোটা সময় খুব উপভোগ করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/q7g0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন