English

19 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬
- Advertisement -

মৌসুমীর সঙ্গে বিয়ের গুঞ্জন, মামলার হুঁশিয়ারি অভিনেতার

- Advertisements -

ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী প্রায় আড়াই বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। স্বামী ওমর সানীকে ছেড়ে দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় প্রায়ই গুঞ্জন ওঠে বিচ্ছেদ হয়েছে অভিনেত্রীর। এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মৌসুমীর সঙ্গে অভিনেতা হাসান জাহাঙ্গীরের বিয়ের খবর।

এমন গুজবে বিব্রত মৌসুমী ও হাসান জাহাঙ্গীর। গণমাধ্যমকে হাসান জাহাঙ্গীর জানিয়েছেন, মৌসুমী ও তাকে নিয়ে যারা গুজব ছড়াবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

তিনি বলেন, আমি এখনো আইনি অ্যাকশনে যাইনি। কিন্তু আমি আইনি অ্যাকশনে যাব। কারণ, মৌসুমী ও আমি নাকি বিয়ে করেছি। এটা যে কত বড় বিব্রতকর একটা সংবাদ। যেসব পত্রিকা ও যেসব ইউটিউব চ্যানেল আমাদের নিয়ে নিউজ করেছে, তারা এটা ভালো করেনি।

কথার সূত্র ধরে তিনি যোগ করেন, শুধু ভিউয়ের জন্য তারা চিন্তা করেছে, চিন্তা করেনি একজন মৌসুমীর অবস্থান কী? একদিনে কিন্তু একজন মৌসুমী তৈরি হননি। মৌসুমীর প্যারালাল কেউ নেই। মৌসুমীর বিকল্প মৌসুমী নিজেই, শাবানা ম্যাডামদের পরে ইন্ডাস্ট্রিতে এসেছেন একজনই, তিনি মৌসুমী। এটা আল্লাহ প্রদত্ত। এমন গুণী একজন মানুষ আমার সহশিল্পী।

গুজব রটনাকারীর বিরুদ্ধে মানহানি মামলা করবেন জানিয়ে অভিনেতা হাসান বলেন, দেখেন এআইয়ের মাধ্যমে ছবি তৈরি করে আমাদের স্বামী-স্ত্রী বানিয়ে সংবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে।

আমার বন্ধু-বান্ধবেরা ফোন করে জানতে চাইছেন আমাদের সম্পর্ক কেমন যাচ্ছে। আমার আত্মীয় স্বজনেরা ফোন করে জানতে চাইছেন আমি মৌসুমীকে বিয়ে করেছি কি না। কি একটা অবস্থা। এসব ভিউ দিয়ে টাকা বানিয়ে আপনারা কী করবেন? আপনারা ভালো নিউজ করেন। উৎসাহ দেন।

সবশেষে গণমাধ্যমকে অভিনেতা বলেন, গুজব শুধু বাংলাদেশ নয়, অন্য দেশ থেকেও ছড়ানো হচ্ছে। আমি শিগগিরই সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানাব। এ ছাড়াও সাইবার সুরক্ষা আইনে ১০ কোটি টাকার মানহানি মামলা করব। যদি আজকের পর থেকে এমন কোনো নিউজ বা ভিডিও ছড়ানো হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9kpg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন