English

20 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
- Advertisement -

ম্যাডোনার নতুন প্রেমিক ২৯ বছরের মরিস

- Advertisements -

নাসিম রুমি: ‘লাইক অ্যা ভার্জিন’ গানে খ্যাত পপ তারকা ম্যাডোনা বয়সকে যেন পাত্তাই দিচ্ছেন না। বয়স ৬৭ হলেও যৌবনের কাছে তিনি এখনও হার মানেননি। তার প্রেমিক আকিম মরিসের বয়স মাত্র ২৯ বছর, যা ম্যাডোনার বয়সের অর্ধেকেরও কম।

শুক্রবার (১৬ জানুয়ারি) মরক্কোতে পারিবারিক ভ্রমণ শেষে ম্যাডোনা ও আকিম মরিস নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান। ব্যস্ত টার্মিনালের ভেতর দিয়ে একসঙ্গে হাঁটতে দেখা যায় তাদের। ম্যাডোনা পরেছিলেন কালো পাফার জ্যাকেট। হাতে ছিল ডলচে অ্যান্ড গাব্বানার বড় একটি টোট ব্যাগ। কিছুটা পেছনে থেকে অতিরিক্ত লাগেজ বহন করছিলেন মরিস।

দু’জনকেই বেশ আনন্দিত দেখা গেছে। তাদের অভিব্যক্তিতেই বোঝা যাচ্ছিল, সফরটি বেশ উপভোগ্য কেটেছে। এই ভ্রমণে তারা মরক্কোর সাহারা মরুভূমিতেও সময় কাটান। সেখানে ম্যাডোনার কয়েকজন সন্তানও তাদের সঙ্গে ছিলেন। তারা হলেন রোকো (২৫), ডেভিড (২০), মার্সি (১৯) এবং যমজ স্টেলা ও এস্তেরে (১৩)।

ম্যাডোনা সামাজিক যোগাযোগমাধ্যমে মরুভূমির নানা মুহূর্ত শেয়ার করেন। ঘোড়ায় চড়ে বালিয়াড়ি পাড়ি দেওয়ার ভিডিও ও মরুভূমির ক্যাম্পের দৃশ্য ছিল সেই পোস্টগুলোতে। তবে ছুটির আনন্দের মাঝেও তিনি ইরানের জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা দেন। এর মাধ্যমে তিনি নিজের মানবাধিকারমূলক অবস্থান তুলে ধরেন।

‘ভোগ’ গানের তারকা ম্যাডোনা তার পোস্টে লেখেন, ‘ছুটির সময় মরক্কোয় কাটানো দিনগুলোর কথা ভাবতে গিয়ে আমার মনে পড়ছে ইরানের সেই মানুষগুলোর কথা, যারা প্রয়োজনীয় এক বিপ্লবের জন্য লড়াই করছে এবং নিজেদের বিশ্বাসের জন্য মৃত্যুবরণ করতেও প্রস্তুত।’ তিনি আরও লেখেন, ‘আমরা কত কিছুই না স্বাভাবিক ধরে নিই। আমি নিজেও। সারা বিশ্ব ভ্রমণের স্বাধীনতা, যা খুশি পরার স্বাধীনতা, মরুভূমিতে ঘোড়ায় চড়ার স্বাধীনতা, স্বাধীনভাবে কথা বলার অধিকার শাস্তি, নির্যাতন বা মৃত্যুর ভয় ছাড়াই। গান গাওয়ার, নাচার, নিজের আধ্যাত্মিক পথ বেছে নেয়ার স্বাধীনতা। এসব অন্য কারও চাপিয়ে দেয়া নয়। ইরানের নারীদের এই স্বাধীনতা নেই। আমি তাদের পাশে আছি।’

ম্যাডোনা আরও বলেন, ‘ইরানের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে স্বাধীনতার স্বাদ পায়নি। আমি তাদের কষ্ট পুরোপুরি বুঝতে পারি এমন দাবি করতে পারি না, কিন্তু আমার চিন্তা ও প্রার্থনা ইরানের মানুষের সঙ্গে আছে। সময় এখনই। দৃঢ় থাকুন!’ পোস্টের শেষে তিনি লেখেন, ‘আমি ইরানের পাশে দাঁড়িয়েছি। তাদের কণ্ঠস্বর শোনা যাক- মুক্ত ইরান!’

এর আগেও একই সফর থেকে তরুণ প্রেমিক আকিম মরিসের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেন ম্যাডোনা। এক ছবিতে তাকে কালো পাফার কোট ও পেইসলি স্কার্ফ পরে আকিমের পাশে পোজ দিতে দেখা যায়। সঙ্গে ছিল খাকি রঙের ফেডোরা হ্যাট ও বড় কালো সানগ্লাস। আকিম পরেছিলেন কালো জিলেট ও বাদামি হুডি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qm19
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন