‘ভালোবাসতে ভুলে যাচ্ছে মানুষ?’ নিজেই প্রশ্ন তুলেছেন ওয়েব সিরিজ ‘চরিত্রহীন ৩’-এ। সেই প্রশ্নের উত্তর স্বস্তিকা মুখোপাধ্যায় পেয়ে গিয়েছেন গতকাল। অনেক দিন পরে মন থেকে খুশি তিনি। কিন্তু কেন? মহামারির ইতিবাচক দিক দেখে। টুইট করে জানিয়েছেনও সে কথা, ‘মনটা ভালো হয়ে গেল’।
সাধারণ মানুষ যখন ভীত করোনায়, তখন তিনি খুঁজে পেলেন একটু ভালো থাকা। কী সেটি? ‘আজান হচ্ছে। সবাই কাজ থামিয়ে কান পেতেছে তাতে। শুটিং স্পটে’, তাই দেখে সন্তুষ্ট স্বস্তিকা। উপলব্ধি করলেন, ‘আবার যেন শিকড়ের টানে ফিরছে সবাই। আবার ফিরছে পরধর্মসহিষ্ণুতা’। স্বস্তিকা জানিয়েছেন, যতক্ষণ আজান চলেছে সবাই কাজ থামিয়ে অপেক্ষা করেছেন। আজান শেষ হতেই যে যার মতো ব্যস্ত। শুটিং সেটের এই নেপথ্য কাহিনির টুকরো দৃশ্যে আশ্বস্ত তিনি। হয়তো বা কৃতজ্ঞ মহামারির কাছে।
অস্তিত্ত্বে টান পড়তেই কি হুঁশ ফিরছে মানুষের? অভিনেত্রী আপ্রাণ আঁকড়ে ধরেছেন এই বিশ্বাসকেই। যা শান্ত করেছে তাঁর এলোমেলো মনকে। সূত্র: আনন্দবাজার।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ab5j
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন