নাসিম রুমি: সালমান খানের স্টাইল স্টেটমেন্ট মানেই তার হাতে থাকা ব্রেসলেট। ওই ডিজাইনের ব্রেসলেট তার ভক্তদের হাতে-হাতেও ভাইরাল। বাস্তব জীবনে তিনি মোটেও যেটি হাতছাড়া করতে চান না।
পর্দাতেও বিভিন্ন চরিত্রে সালমানকে সেই ব্রেসলেট পরে থাকতে দেখা যায়। আবার কখনও কখনও সিনেমার স্বার্থে ভাইজান ব্রেসলেটটি খুলতে রাজি হলেও হাতছাড়া করতে চান না।
কেন এই ব্রেসলেট পরে থাকেন সালমান খান? কী আছে এই ব্রেসলেটে? কেন এতগুলো বছরেও অভিনেতা কখনো ব্রেসলেটটি হাতছাড়া করতে চান না?
সালমান ভক্তরা সকলেই জানেন, এই ব্রেসলেট তার কত প্রিয়। তবে কেন তিনি এটা পরে থাকেন? সম্প্রতি এক সাংবাদিক তাকে এই প্রশ্ন করায় উত্তর দিয়েছেন অভিনেতা।
যেখানে তিনি জানান, ছোটবেলায় কখনোই এই ব্রেসলেট পরতে চাইতেন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটিই হয়ে গেছে তার জীবনের একটি অংশ।
সালমান জানান, বলিউডে পা রাখার পর তার বাবা এই ব্রেসলেটটা উপহার দিয়েছিলেন। তখন থেকেই তিনি এটি ব্যবহার করছেন।
এখানেই শেষ নয়, এর বিশেষত্ব নিয়েও মুখ খুলেছিলেন সালমান খান। তিনি বলেন, আমার ব্রেসলেটের মধ্যে যে পাথরটা দেখছেন, একে ফিরোজা বলে। এ রকম পাথরের দুটি ধরন রয়েছে। ফিরোজা পাথরের অর্থ নীলকান্তমণি।
সালমানের বিশ্বাস, ‘সমস্ত নেতিবাচক মনোভাব বুঝে নেয় ফিরোজা। অশুভ কিছুর মুখোমুখি হলে তা বুঝতে পারে এই পাথর।