নাসিম রুমি: ‘হাওয়া’ মুক্তির তিন বছর পেরিয়ে গেলেও আর পর্দায় দেখা যায়নি নাজিফা তুষিকে। এরমধ্যে দুটি সিনেমার কাজ শেষ করলেও তা এখনো মুক্তি পায়নি। সেদিক থেকে যেন হাওয়া-ই হয়ে গেলেন পর্দার গুলতি।
নতুন খবর, নতুন আরেকটি সিনেমার কাজ শুরু করেছেন নাজিফা তুষি। অষ্টাদশ শতকের নোয়াখালীর জমিদার পরিবারের কাহিনি ঘিরে এ সিনেমার গল্প। ২০০ বছরেরও আগের আখ্যান নিয়ে লেখা প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমাটি। সরকারি অনুদানে এটি নির্মাণ করছেন ‘চন্দ্রাবতী কথা’ পরিচালক এন রাশেদ চৌধুরী।
সিনেমার খবরটি নিশ্চিত করে নাজিফা তুষি জানিয়েছেন, উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র ‘রঙ্গমালা’ রূপে দেখা যাবে তাকে। ফেব্রুয়ারি থেকে সিনেমাটির শুটিং করছেন তিনি। এরমধ্যে দুই লটের শুটিং শেষও করে ফেলেছেন।
অভিনেত্রী বলেন, ‘প্রায় দুইশো বছর আগের গল্প, স্পিরিচুয়াল বিষয় নিয়ে কাজ; মনে হয়েছে এই কাজটা আমার করা উচিত। এরকম একটা ঐতিহাসিক গল্পের উল্লেখযোগ্য একটা চরিত্র হতে পারাটাও আনন্দের। সিনেমাটির গল্প নোয়াখালীর জমিদার পরিবারের, আমি নিজেও নোয়াখালীর মেয়ে; সেদিক থেকে একটা অন্যরকম ভালো লাগা তো আছেই। সব কিছু মিলিয়ে দারুণ উপভোগ করছি।’
নাজিফা তুষি আরও বলেন, ‘‘হাওয়া’র পর আরও দুটি কাজ শেষ করেছি। আমি কিন্তু বসে নেই। একটা প্রজেক্ট শেষ করার পর সময় নিয়ে, প্রস্তুতি নিয়ে আরেকটা প্রজেক্ট করেছি। টানা শুটিং করে যাচ্ছি কিন্তু সেই কাজগুলো রিলিজ হচ্ছে না। আবদুল্লাহ মোহাম্মদ সাদের একটা সিরিজ শেষ করেছি, সেটা হয়তো শিগগিরই আসবে। এছাড়া মেসবাউর রহমান সুমনের ‘রইদ’ শেষ করেছি, এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সেটাও কবে আসবে জানি না। এর পাশাপাশি ফটোশুট করছি, বিজ্ঞাপন করছি। কাজ কিন্তু করেই যাচ্ছি। অথচ দর্শক আমাকে দেখতে পাচ্ছে না। এই খারাপ লাগাটা তো আমার সবচেয়ে বেশি।’