English

31.4 C
Dhaka
সোমবার, জুলাই ২১, ২০২৫
- Advertisement -

রণবীর কাপুরের সাথে শারীরিক সম্পর্কের কথা যা বললেন দীপিকা

- Advertisements -

নাসিম রুমি: রণবীর কাপুরের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কে ইতি টেনেছিলেন যখন দীপিকা পাড়ুকোন, তখন খবরের শিরোনামে শুধুই জায়গা করে নিয়েছিল বলিউডের অন্দরমহলের সম্পর্কের সমীকরণ।

এক সঙ্গে অনেক সময় কাটানো। ফলে সেই বিচ্ছেদের অবসাদ কাটিয়ে উঠতে বেশ কিছুটা সময় নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। বারে বারে জানিয়েছিলেন, বিশ্বাস করে ঠকতে হয়েছিল তাঁকে।

রণবীর কাপুরের সঙ্গে সহবাসের সম্পর্ক নিয়েও মুখ খুলতে বিন্দুমাত্র পিছপা হননি তিনি। দাবি করেছিলেন, রণবীর কাপুর বারে বারে শারীরিক সম্পর্কের টানে তাঁর কাছে আসতেন, আর তিনি তা বুঝতে না পারায় বারে বারে ঠকতে হয়েছিল তাঁকে। কারণ তাঁর কাছে শারীরিক সম্পর্কের সংজ্ঞাটার ছিল আলাদা।

নিজেকে উজার করে কাউকে ভালবাসাটা অপরাধ নয় দীপিকার কাছে। আর দীপিকার বিশ্বাস, শারীরিক সম্পর্ক কেবল ফান মোমেন্ট নয়। বরং আবেগও বটে। মানসিকভাবেও একজনের সঙ্গে একাত্ম হওয়া। এতে যদি ঠকতে হয়, তাঁর কথায় তিনি ভুল কিছু করেননি। যে সম্পর্কে ছিলেন, তার সঙ্গে তিনি ন্যায় করছিলেন মাত্র। এর বাইরে তখন কিছুই ভাবেননি দীপিকা।

যদিও পরবর্তীতে তা নিয়ে আক্ষেপ করতে পিছু পা হননি। এক সাক্ষাৎকারে দীপিকার চোখ বেয়ে নেমে এসেছিল জল। কাঁদতে শুরু করে জানিয়েছিলেন, এর থেকে একা থাকা অনেক বেশি সুখের।

বর্তমানে তা অতীত, অবসাদ কাটিয়ে এখন তিনি দিব্যি আছেন সিনেদুনিয়ার ওপর সুপারস্টার রণবীরের সঙ্গে। বর্তমানে রণবীর কাপুরের সঙ্গেও বেশ সম্পর্ক বজায় রেখেছেন এই সেলেব। কথা বলেন, যোগাযোগও হয়। অতীত এখন মলিন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4lbm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন