বলিউড আইটেম গার্ল রাখি সাওয়ান্তের নাক ফাটালেন অভিনেত্রী জাসমিন ভাসিন। এমনটি ঘটেছে রিয়ালিটি শো ‘বিগ বস’-এর অন্দরমহলে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে শোয়ের নতুন এপিসোডের প্রোমো। আর তাতে রাখির দাবি, তার নাক ফাটিয়ে দিয়েছেন টেলিভিশন অভিনেত্রী তথা শোয়ের প্রতিযোগী জাসমিন ভাসিন।
রিয়ালিটি শোয়ের নতুন মৌসুমে নতুন প্রতিযোগীদের সঙ্গেই দেখা যাচ্ছে রাখির মতো পুরনো মৌসুমের প্রতিযোগীদের। ঘরের ভিতরে ঢুকেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় নিজের দাপট দেখাতে শুরু করেন তিনি। প্রোমোয় রাখিকে বলতে দেখা যাচ্ছে, যে গুপ্তচরবৃত্তি করবে তার যেন পা ভেঙে যায়। অভিশাপ দিতেও শুরু করেন তিনি।
রাখির এই আচরণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আলি গোনি ও তার প্রিয় বান্ধবী জাসমিন ভাসিন। জাসমিনের রাগের সীমা ছাড়িয়ে গেলে একটি মুখোশ এনে রাখির মাথায় বসিয়ে দেন। এর পরই রাখি চিৎকার করে বিলাপ করতে থাকেন তার নাক ভেঙে দিয়েছেন জাসমিন। মাইকও ছুড়ে ফেলে দেন তিনি। ডাইনিং টেবিলে মাথাও ঠুকতে থাকেন তিনি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/1v9s
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন