তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই দর্শকের কৌতূহলের শেষ নেই। অনেক ক্ষেত্রে এমন কিছু তথ্য প্রকাশ্যে আসে যা নিয়ে ভুক্তভোগীও হতে হয় নায়ক-নায়িকাদের। এমনই এক অভিজ্ঞতা জানালেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।
কী এমন ঘটেছিল রাভিনার সঙ্গে? অভিনেত্রী বলেন, “বেশ কিছু বছর আগের ঘটনা। হঠাৎ একদিন ম্যাগাজিনে পড়লাম, লেখা হয়েছে এক সুদর্শন ছেলে প্রতিদিন আমাকে শুটিংয়ে পৌঁছে দেয়। একবারের জন্যও সত্যতা যাচাই করেনি কেউ। আমার নিজের ভাইকে প্রেমিক ভেবে নিয়েছিলেন তারা। যার ফলে প্রচণ্ড অসম্মানিত বোধ করেছিলাম। মা-বাবা খাওয়া-দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। খুব কষ্ট হয়েছিল। রাতের পর রাত ঘুমাতে পারিনি আমি।”
শুধু এটাই নয়। এছাড়াও বহুবার ব্যক্তিগত জীবনের কারণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। ইন্ডাস্ট্রির অন্দরে এক সময় কানাঘুষা ছিল, অজয় দেবগানের সঙ্গে সম্পর্কে রয়েছেন রাভিনা। একসঙ্গে ছবিও করেছিলেন তারা। কিন্তু পরে নাকি কারিশমা কাপুরের জন্য রাভিনার সঙ্গে প্রতারণা করেন অজয়। অভিনেতা যদিও কখনও প্রকাশ্যে এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।
