English

31.8 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

রোশান-পূজার ‘নাকফুল’

- Advertisements -

নাকফুল, প্রাচীনকাল থেকেই বাঙালি নারীর গয়না হিসেবে নাকফুলের প্রচলন। এবার এই নামেই তৈরি হচ্ছে সিনেমা। আর এর প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা পূজা চেরী। সিনেমাটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা অলোক হাসান। এটি তৈরি হচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড’র ব্যানারে।

পূজা চেরী বলেন, ‘নাকফুল একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গয়না। সিনেমাতেও দর্শকের মনে জায়গা করে নিবে। আশা করি, কাজটি খুব ভালো হবে। দর্শকরা নিরাশ হবেন না।’

রোশান বলেন, ‘বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। এবারের সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে। গল্পটি আমি পড়েছি, খুবই চমৎকার গল্প। আশা করি এই সিনেমার গল্পটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’

সিনেমাটির নির্মাতা অলোক হাসান বলেন, ‘ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি । চায়ের দেশ সিলেটের মনোরম পরিবেশে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে। নির্মাণে নতুনত্ব রাখতে চাই। পছন্দের শিল্পীদের পেয়েছি, কাজটি অবশ্যই ভালো হবে। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আরটিভিকেও ধন্যবাদ জানাই।’

‘নাকফুল’য় রোশান-পূজা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, আলীরাজ, এল আর সীমান্তসহ অনেকেই।

গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে আরটিভির প্রধান কার্যালয়ে সিনেমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, নায়ক রোশান, নায়িকা পূজা চেরী, আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, ডেপুটি হেড অব নিউজ মামুনুর রহমান খান, বিজ্ঞাপন ও বিপণন প্রধান সুদেব চন্দ্র ঘোষ আর অ্যান্ড ডি প্রধান প্রদীপ ভট্টাচার্য্যসহ অনেকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/y4g8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

স্বরূপে ফিরছেন যিশু

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন