English

28.4 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

লন্ডনে কথিত প্রেমিকের জন্মদিনে শ্রীদেবী কন্যা

- Advertisements -

নাসিম রুমি: প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের দুই মেয়ে— জাহ্নবী ও খুশি কাপুর। বলিউড সিনেমায় নাম লেখিয়ে বেশ খ্যাতি কুড়িয়েছেন তাদের বড় মেয়ে জাহ্নবী। ২০২৩ সালে ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন খুশি কাপুর। অনেক দিন ধরে জোর গুঞ্জন উড়ছে, সহঅভিনেতা বেদাং রায়নার প্রেমে মজেছেন খুশি কাপুর।

২ জুন ছিল বেদাং রায়নার জন্মদিন। এ অভিনেতা তার ২৫তম জন্মদিন উদযাপন করেন যুক্তরাজ্যের লন্ডনে। সেখানে তার বন্ধুদের মাঝে, দেখা মিলেছে চর্চিত প্রেমিকা খুশি কাপুরের। সেই মুহূর্তের একটি ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়, এরপর এই জুটির প্রেমের গুঞ্জন নিয়ে জোর চর্চা চলছে।

বেদাংয়ের বন্ধু কারিমা ব্যারি তার ইনস্টাগ্রামে জন্মদিনের পার্টির ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, বেদাং-খুশি কালো রঙের পোশাকে সেজেছেন। বার্থ ডে বয়ের সামনে সাজানো কেক কাটছেন বেদাং। তার মুখে চওড়া হাসি। বেদাংয়ের পাশে দাঁড়িয়ে ঠিক ততটাই আনন্দিত খুশি কাপুর। অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপও এই পার্টিতে উপস্থিত ছিলেন।

সহঅভিনেতার সঙ্গে প্রেমের খবর বাতাসে ভেসে বেড়ালেও নীরব খুশি ও বেদাং। এক সাক্ষাৎকারে খুশি বলেছিলেন, “আমার ডেটিং লাইফ এখন পিছনে পড়ে আছে। কারণ আমি আমার ক্যারিয়ারের উপর মনোযোগ দিচ্ছি। আমি আমার চাহিদা সম্পর্কে স্পষ্ট। আমি আমার জীবনের এই দুটি পথকে আলাদা রাখতে চাই। জীবনের যে পর্যায়ে আছি, তা দারুণ উপভোগ করছি।”

সম্পর্কের কথা অস্বীকার করলেও একটি সূত্র বলেছে, “দ্য আর্চিস’ সিনেমার শুটিং সেট থেকে কাছাকাছি আসার শুরু খুশি কাপুর ও বেদাং রায়নার। বেশকিছু দিন ধরে সম্পর্কে রয়েছেন তারা। কিন্তু তারা তাদের ব্যক্তিগত সম্পর্কের দিকে এখন নজর দিতে চান না।”

এ জুটি চান না তাদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসুক। এ বিষয়ে সূত্রটি বলেছিলেন, “খুশি-বেদাং পরস্পরের মাঝে সুখ খুঁজে পেয়েছেন এবং ডেট করছেন। তারা পরস্পরের সঙ্গে কমফোর্ট। তারা নানা বিষয় নিয়ে একে অন্যের সঙ্গে ‍যুক্ত রয়েছেন। তারা একসঙ্গে সময় কাটাতে খুব পছন্দ করেন। কিন্তু তারা তাদের প্রাইভেসি রক্ষা করতে চান।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/n6k9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন