English

22 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
- Advertisement -

‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় রেট্রো লুকে আলিয়া, নতুনরূপে রণবীর

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের অন্যতম নির্মাতা সঞ্জয় লীলা বানসালি মানেই রুপালি পর্দায় রাজকীয় কারবার। তার আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে তাই দর্শকদের আগ্রহের পারদ অনেক উঁচুতে। অভিনেত্রী আলিয়া ভাট, অভিনেতা রণবীর কাপুর ও ভিকি কৌশল— এই ত্রয়ীকে একফ্রেমে দেখার অপেক্ষায় দিন গুনছেন সিনেমাপ্রেমীরা।

অভিনেতা রণবীর কাপুর তার এই সিনেমাটিকে নিজের ‘ড্রিম প্রজেক্ট’ হিসেবেই দেখছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন— বানসালির সেটে কাজ করা শারীরিকভাবে ক্লান্তিকর হলেও, শিল্পী হিসেবে তা পরম তৃপ্তির।

এদিকে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিংয়ের কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। বিশেষ করে আলিয়ার রেট্রো লুক আর রণবীরের নতুন অবতার নিয়ে নেটিজেনদের মাঝে চলছে নানা আলোচনা।

সম্প্রতি সামাজিক মাধ্যম আইফার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করা বেশ কিছু ছবিতে দেখা যায়, শুটিংয়ের ফাঁকে দৃশ্যের মহড়া দিচ্ছেন রণবীর ও আলিয়া। পাশেই দাঁড়িয়ে কড়া নির্দেশনায় ব্যস্ত পরিচালক সঞ্জয় লীলা বানসালি।

সেই ছবিতে অভিনেত্রী আলিয়ার সাজপোশাকে ফুটে উঠেছে আশির দশকের ধ্রুপদী নায়িকাদের ছায়া। তার এই লুক দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই আলিয়ার মাঝে খুঁজে পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের প্রতিচ্ছবি।

এক নেটিজেন মন্তব্য করে লিখেছেন— দুজনকে দেখে যেন রাজ কাপুর আর শর্মিলা ঠাকুর মনে হচ্ছে। অন্য আরেক নেটিজেন লিখেছেন— বানসালির ম্যাজিক দেখার জন্য আর তর সইছে না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bs5r
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন