নাসিম রুমি: বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার ছোটপর্দায় ফিরছেন। তবে এবার কোনো সাধারণ শো নয়, বিশ্বখ্যাত গেম শো ‘হুইল অব ফরচুন’-এর ভারতীয় সংস্করণ নিয়ে হাজির হচ্ছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের এক নম্বর এ রিয়েলিটি শোটি এবার ভারতীয় দর্শকদের মাতিয়ে তুলতে প্রস্তুত।
ইতোমধ্যে অনুষ্ঠানটির একটি চমকপ্রদ প্রোমো সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গেছে, অক্ষয়কে তার জনপ্রিয় ‘তিস মার খান’ লুকে। কীভাবে শব্দের কারসাজিতে ভাগ্য বদলে যায়, তাই এ রিয়েলিটি শোর মূল আকর্ষণ। এক ধনকুবের তার উইলে ছেলের নাম ‘রাম’ লিখতে গিয়ে ভৃত্য রামুর কৌশলে তা ‘রামু’ হয়ে যায়, আর নিমিষেই পাল্টে যায় সম্পত্তির মালিকানা—এমন সব আকর্ষণীয় মজার মজার খেলা দেখা যাবে।
অক্ষয় বলেন, ‘একটি মাত্র অক্ষর পুরো জীবন বদলে দিতে পারে। শব্দের এই জাদু নিয়েই এবার ঘুরবে ভাগ্যের চাকা।’
দর্শকদের কোটি টাকার পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এ অনুষ্ঠানে। প্রতিটি অক্ষরের গুরুত্ব ও ভাগ্যের চাকার ঘূর্ণনই হবে এই শোর মূল আকর্ষণ। অক্ষয়ের রাজকীয় সফর সিনেমার পাশাপাশি টেলিভিশনেও তার ক্যারিয়ার বেশ সমৃদ্ধ।
এর আগে ২০০৪ সালে ‘সেভেন ডেডলি আর্টস’ দিয়ে ছোটপর্দায় যাত্রা শুরু করেছিলেন অভিনেতা। ‘হুইল অব ফরচুন’ সারাবিশ্বের প্রায় ৬০ দেশে অত্যন্ত জনপ্রিয়। এখন পর্যন্ত এটি আটটি এমি অ্যাওয়ার্ড জয় করেছে। বিদেশের মাটিতে তুমুল সাফল্যের পর এবার ভারতে।
এরপর ‘খতরো কে খিলাড়ি’র একাধিক সিজনে স্টান্ট ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। ২০১০ সালে ‘মাস্টার শেফ ইন্ডিয়া’ এবং পরে ‘ডেয়ার টু ডান্স’ ও ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এর বিচারক হিসেবেও অক্ষয় কুমারকে দেখা গেছে।
