English

30 C
Dhaka
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
- Advertisement -

শাহরুখ এবার নির্মম-মাফিয়া চরিত্রে

- Advertisements -

নাসিম রুমি: এবার নতুন চরিত্রে পর্দায় আসছেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। এক নির্মম, ধূসর চুলের মাফিয়া চরিত্রে আবির্ভূত হচ্ছেন। সিনেমাটির আনুষ্ঠানিক শিরোনাম রাখা হয়েছে ‘কিং’। শাহরুখ খানের ৬০তম জন্মদিনে এই চলচ্চিত্রের এক টিজার উন্মোচিত হয়েছে। এই্ টিজারের মাধ্যমে বলিউড বাদশা ভক্তদের জন্য এক অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিয়েছেন এবং প্রথম টিজার দেখে মনে হচ্ছে এটি হিন্দি সিনেমার অ্যাকশনকে নতুনভাবে তুলে ধরবে।

চলচ্চিত্র প্রেমীরা মনে করছেন, ‘কিং’ শুধু একটি অ্যাকশন ছবি নয়; এটি অপরাধের অন্ধকার জগতে মোড়ানো এবং গুরু ও শিষ্যের এক আকর্ষণীয় গল্প। এর কাহিনী সম্পর্কে যদিও বিস্তারিত তথ্য কঠোরভাবে গোপন রাখা হয়েছে, তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী- এটি একটি রোমাঞ্চকর গল্প, যেখানে শাহরুখ খান একজন দুর্দান্ত ঘাতক এবং ভাড়াটে সৈনিকের ভূমিকায় অভিনয় করছেন, তিনি এক শিষ্যাকে প্রশিক্ষণের ভার নেন। এই শিষ্য আর কেউ নন, স্বয়ং তার বাস্তব জীবনের মেয়ে সুহানা খান। এর মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখ কন্যার। চলচ্চিত্রটি প্রতিশোধ, ক্ষমতা এবং তীব্র মানসিক নাটকে পূর্ণ একটি হাই-স্টেকের গ্যাংস্টার থ্রিলার হিসেবে পরিচিতি পাচ্ছে।

এদিকে ‘কিং’ সিনেমার টিজারে শাহরুখ ভক্তদের মধ্যে শিহরণ জাগিয়েছে। এসআরকের কণ্ঠে ঠান্ডা একটি সংলাপ রয়েছে এতে। যেখানে তিনি বলছেন- ‘কত খুন করেছি, মনে নেই। তারা ভালো লোক ছিল না খারাপ, কখনো জিজ্ঞেস করিনি। শুধু তাদের চোখে এই অনুভূতি দেখেছি যে এটি তাদের শেষ নিঃশ্বাস। আর আমি তার কারণ… শত দেশে কুখ্যাত, দুনিয়া দিয়েছে শুধু একটাই নাম… আমি ভয় নই, আমি আতঙ্ক। ইটস শো-টাইম!’

টিজারে দেখা গেছে শাহরুখ খানের আকর্ষণীয় নতুন লুক। ধূসর-সাদা চুলের স্টাইল, তীক্ষ্ণ দাড়ি এবং রুক্ষ ট্যাটু করা শরীর নিয়ে এই ‘কিং খান’ যেন অ্যাকশন ঘরানার জন্য নিজেকে সম্পূর্ণ নতুনভাবে তৈরি করেছেন। টিজারে তাকে এক অবিরাম হত্যাযজ্ঞে দেখা যায়, যেখানে তিনি প্রতীকী অস্ত্র হিসেবে একটি কিং অব হার্টস তাস ব্যবহার করছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/81a3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন