English

26.1 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

শাহরুখ ও আমির পেশাদার, তবে সালমনের স্টারডম-কে কেউ ছুঁতে পারবে না: কাজল

- Advertisements -

কাজল বলিউড অভিনেত্রী ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী। ইন্ডাস্ট্রির সব বড় বড় অভিনেতাদের সঙ্গে কাজ করে নিজের অভিনয়ে মুগ্ধ করেছেন তিনি। আর এবার পৌরাণিক হরর ছবি ‘মা’-তে দেখা যাবে কাজলকে। আর এই ছবির প্রচারের সময়ে শাহরুখ, সলমন ও আমির খানকে নিয়ে কথা বলেছেন কাজল।

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির তিন খানের সঙ্গেই কাজ করেছেন তিনি। কাজল বলেন, সলমন খানের স্টার পাওয়ার এবং আভা অন্য কোনও অভিনেতার সঙ্গে মেলে না। সম্প্রতি ‘গালাট্টা ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল শাহরুখ খান ও আমির খানকে পেশাদার ও প্যাশনেট অভিনেতা হিসেবে বর্ণনা করেছেন। এই অভিনেতারা তাঁদের নৈপুণ্যের প্রতি নিবেদিত প্রাঁ এবং অভিনয়কে তাঁরা গুরুত্ব সহকারেই নেন।

তবে সলমন খানের স্টারডমই আলাদা। কাজল বলেন, ‘সলমন তো সলমনই। আপনি এটা নিয়ে তর্ক করতে পারবেন না। তিনি এত বছর ধরে একই রকম রয়েছেন এবং এটা নিজেরই বিশ্বাসের বাইরে। আমির একবার বলেছিলেন, ‘সলমন সত্যিই আমার চেয়েও বড় তারকা কারণ ওঁর ছবি যেমনই পারফর্ম করুক না কেন, এটার ব্যবসা ১০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। আর সলমনের ভক্তরা তাঁকে পাগলের মতো ভালোবাসেন।’

সাক্ষাৎকারে কাজলকে যখন বলা হয়, অক্ষয় কুমারের ১৮টি ছবি ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গেছে, সলমনের ছবির সমান। এর উত্তরে কাজল বলেন, ‘বাহ, এটা চমৎকার। কিন্তু আমরা যখন পিওর স্টার পাওয়ারের কথা বলি, তখন কেউ সলমনকে ছুঁতে পারবে না, অক্ষয়ও এই কথায় রাজি হবেন।’

প্রসঙ্গত, ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’ ও ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন সলমন খান ও কাজল। দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল দুর্দান্ত। আবার সলমনের সঙ্গে বিগ বসের মঞ্চেও দেখা গিয়েছে কাজলকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lvgh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন