English

27.7 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

শাহরুখ কেন আর সাক্ষাৎকার দেন না?

- Advertisements -

নাসিম রুমি: বক্স অফিসে দাপট দেখিয়েছে শাহরুখ খানের শেষ কয়েকটি সিনেমা। তবুও গণমাধ্যমের সঙ্গে দূরত্ব বজায় রেখেই চলছেন কিং খান। দিচ্ছেন না কোন সাক্ষাৎকার, যেমনটা আগে কখনো হয়নি।

শেষ সিনেমাগুলোর ক্ষেত্রে মুক্তির পরে একটি করে সেশনের আয়োজন করছেন যেখানে তিনি ও সেই সিনেমার কাস্ট কেবলমাত্র নিজেদের কথা বলছেন। কোনও প্রশ্ন নিচ্ছেন না সংবাদমাধ্যমের থেকে।

গুঞ্জন, গণমাধ্যম থেকে দূরে থাকার এই সিদ্ধান্ত শাহরুখ খানেরই। কিন্তু কেন?

ভারতীয় একাধিক গণমাধ্যম জানাচ্ছে, ২০২১ সালে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। সেই সময় থেকেই শাহরুখ চলে যান সংবাদমাধ্যমের ধরাছোঁয়ার বাইরে। ছেলে গ্রেফতার হওয়ার সময় সংবাদমাধ্যমে যা যা হয়েছে তা তাঁকে ভীষণভাবে আঘাত করেছে। সেই কারণেই তিনি সংবাদমাধ্যমের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন।

সম্প্রতি বারীন্দ্র চাওলা নামে একজন ফটোগ্রাফার একটি ঘটনা প্রকাশ্যে এনেছেন। তাঁর টিম একবার শাহরুখ খানের কিছু ব্যক্তিগত মুহূর্ত শুট করেছিলেন। শাহরুখ খান পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। আর সেই সময়ে তিনি পরিবারের সঙ্গেই ছিলেন। কিন্তু শাহরুখের টিমের তরফ থেকে এই কথা জানতে পেরে প্রবল আপত্তি জানানো হয়। বারীন্দ্র চাওলা তখন তাঁর টিমকে বলেন ওই ভিডিওটি মুছে ফেলতে। শাহরুখ খানের টিমকেও তিনি জানিয়ে দেন যে ওই ভিডিওটি তিনি মুছে ফেলেছেন। তবে এরপরে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি তাঁকে ফোন করেন। বলেন, অভিনেতা নিজে তাঁর সঙ্গে কথা বলতে চান। সেই কথা হয় বারীন্দ্র চাওলা ও শাহরুখ খানের। শাহরুখ নাকি বারীন্দ্র চাওলাকে বলেছিলেন, এমন নয় যে তিনি সংবাদমাধ্যমের থেকে ইচ্ছাকৃত ভাবে দূরত্ব বজায় রাখছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/g8nc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন