English

26.8 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫
- Advertisement -

শাহরুখকে শুভেচ্ছা জানালেন ফিফার সভাপতি

- Advertisements -

নাসিম রুমি: ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় শাহরুখ খানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি। সংস্থাটির সভাপতি জান্নি ইনফান্তিনো সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শাহরুখ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভারতীয় চলচ্চিত্র জওয়ানের জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় অভিনন্দন শাহরুখ খান।

ইনস্টাগ্রামে যে ছবিটি পোস্ট করেছেন সেটি নিয়ে তিনি বলেন, ‘কিছুদিন আগে চলচ্চিত্র মুক্তি অনুষ্ঠানের পরে তোলা ছবি এটি। এটা খুবই আনন্দদায়ক সাক্ষাৎ ছিল।

তিন দশকেরও বেশি সময় ধরে মানুষের মনোরঞ্জন এবং মুখে হাসি ফোটানোর জন্য আপনি যা করছেন তার জন্য আমি কৃতজ্ঞ।’

এই পোস্টে প্রায় সোয়া লাখ প্রতিক্রিয়া দিয়েছেন ইনফান্তিনোর অনুসারীরা।

বলিউড বাদশাহ শাহরুখ খান তিন দশকের বেশি সময় ধরে রাজত্ব করলেও কখনো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি। বিশ্বজুড়ে অনেক পুরস্কার ও সম্মাননা পেলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল অধরা।

এবার প্রথমবারের মতো এ পুরস্কার পেতে যাচ্ছেন। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা জানিয়েছে, ২০২৩ সালে মুক্তি পাওয়া শাহরুখের ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এর জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন।

পুরস্কার ঘোষণার পর শাহরুখ খান তার প্রতিক্রিয়া জানিয়ে সামাজিকমাধ্যমে একটি আবেগঘন ভিডিও বার্তা শেয়ার করেন। যেখানে তিনি কৃতজ্ঞতা জানান তার ভক্ত, সিনেমার পুরো টিম, পরিবার এবং সহকর্মীদের প্রতি।

তিনি বলেন, ‘আমি কৃতজ্ঞতা, গর্ব ও বিনয়ের সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। জাতীয় পুরস্কারে ভূষিত হওয়ার এ মুহূর্ত আমি সারাজীবন মনে রাখব। জুরি বোর্ড, চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যারা মনে করেছেন, আমি এই সম্মানের যোগ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/e7sg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন