English

25.7 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

শাহরুখের চোখে সবচেয়ে আকর্ষণীয় নায়িকা কে?

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের ‘রোমান্স কিং’ শাহরুখ খান—যিনি প্রেমকে দিয়েছেন এক নতুন রূপ। তার সেই বিখ্যাত হাত মেলে দাঁড়ানো ভঙ্গিমায় হৃদয় হারে লাখো ভক্ত। বহু নায়িকার সঙ্গে জুটি বেঁধে পর্দায় ম্যাজিক তৈরি করেছেন তিনি। কিন্তু এত নায়িকার মাঝে কাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় বলে মনে করেন শাহরুখ?

এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া গেল সম্প্রতি একটি সাক্ষাৎকারে, যা নতুন করে আলোচনায় এসেছে। শাহরুখ অকপটে জানান, ক্যাটরিনা কাইফই তার চোখে সবচেয়ে আকর্ষণীয়।

শাহরুখ বলেছিলেন, ‘ক্যাটরিনা সেই সবকিছুর প্রতীক, যা কোমল ও সুন্দর। আমার দেখা অন্যতম সুন্দর একজন মানুষ সে। ওর হৃদয়টা খুবই নরম। মাঝে মাঝে সিদ্ধান্ত নিতে দ্বিধা করে, কিন্তু তা কোনো দুর্বলতা নয়। বরং সে অন্যদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করে, মানুষের অনুভূতির মূল্যায়ন করে। এই কোমলতা আমাকে খুব টানে।’

শাহরুখ-ক্যাটরিনার রসায়ন দর্শকরা দেখেছেন ‘জব তক হ্যায় জান’ সিনেমায়। সেই ছবির প্রেমকাহিনি ও তাদের জুটির রোমান্টিক দৃশ্য এখনো দর্শকদের মনে গেঁথে আছে।

শাহরুখ খানকে দেখা গেছে ‘জওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে এবং এরপর সালমান খানের ‘টাইগার ৩’-তে একটি বিশেষ চরিত্রে। এখন তিনি ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে।

এই সিনেমার বিশেষ আকর্ষণ—প্রথমবারের মতো পর্দা ভাগ করছেন তিনি তার মেয়ে সুহানা খানের সঙ্গে। ছবিতে আরও থাকছেন অভিষেক বচ্চন (খল চরিত্রে), দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, অর্জুন ওয়ার্সি, অভয় বর্মা, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লা। ছবিটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/w9hy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন