English

27 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫
- Advertisement -

শাহরুখের প্রশংসা করে সালমানের সমালোচনায় কারিনা

- Advertisements -

নাসিম রুমি: অভিনেত্রী হিসেবে বলিউডে প্রতিষ্ঠিত নাম করিনা কাপুর। শাহরুখ, সালমান ও আমির, বলিউডে তিন খানের সঙ্গেই অভিনয় করেছেন তিনি। এদের সঙ্গে জুটি বেঁধে বক্স অফিসে উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিন খানকে নিয়ে মুখ খুলেছেন ‘নবাব বেগম’। যেখানে দুজনের প্রশংসায় মাতলেও সালমানকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেছেন অভিনেত্রী।

তিন খান সম্পর্কে তার মতামত কী? এই প্রশ্নে অকপট কারিনা বলেন, ‘শাহরুখের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবেন না। আমি ওর প্রেমেই পড়ে যাই। আমি যদি তার সম্পর্কে বলতে শুরু করি, তাহলে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে যেতে পারব। অমিতাভ বচ্চন ও শাহরুখ এই দুই অভিনেতাই আমার খুব প্রিয়।’

আর আমির? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমিরও ভালো। হাম হ্যায় রাহি প্যায়ার কে এবং কিউএসকিউটি (কায়ামত সে কায়ামত তক) ছবিতে আমার আমিরকে সত্যিই ভালো লেগেছে। কিন্তু তিন খানদের মধ্যে যদি বাছতে বলেন, তাহলে আমি শাহরুখের ভক্ত।’

আর সালমানকে নিয়ে কী বলতে চান? এই প্রশ্নে কারিনার সাফ জবাব, ‘আমি মোটেও সালমানের ভক্ত নই। ওকে পছন্দ করি না, খুব খারাপ অভিনেতা। আমি এটা সালমানকে বলিও, সে সবকিছুকেই অতিরঞ্জিত করে তোলে।’

এদিকে কারিনার এমন সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় হইচই পড়ে গিয়েছে। বিশেষ করে সালমানের ভক্তরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না অভিনেত্রীর এমন মন্তব্য।

প্রসঙ্গত, শাহরুখের সঙ্গে অশোকা (২০০১), রা.ওয়ান (২০১১)-এর মতো ছবিতে অভিনয় করেছেন কারিনা। আবার আমিরের সঙ্গেও থ্রি ইডিয়টস (২০০৯), লাল সিং চাড্ডা (২০২২)র মতো ছবিতে কাজ করছেন তিনি।

আর ‘ভাইজান’ সালমানের সঙ্গে বডিগার্ড (২০১১), কিঁউ কি (২০০৫) এবং ম্যায় অর মিসেস খান্নার (২০০৯) মতো ছবিতে কাজ করেছেন কারিনা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন