নাসিম রুমি: বর্তমানে বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে সময়সীমা বেঁধে শুটিং শিফটের দাবি নিয়ে শোরগোল পড়লেও ‘কল টাইমে’র তোয়াক্কা না করা তারকাদের সংখ্যা নেহাত কম নয়। দিন দিন যেন বেড়েই চলেছে। এবার এ তালিকায় নাম জড়ালো অভিনেতা শাহিদ কাপুর ও অভিনেত্রী তৃপ্তি দিমরির।
২২ জানুয়ারি মুম্বাইয়ে ‘ও রোমিও’ সিনেমাটির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ছিল। এ সিনেমার ট্রেলার অনুষ্ঠানে যে কাণ্ড ঘটল, সেটি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এ দুই তারকা। তারকাদের অনেকেই ইন্ডাস্ট্রিতে দেড়-দুই দশক কাটিয়ে ফেললেও ‘নিয়মানুবর্তিতা’ তাদের অভিধানে নেই অন্তত অভিনেতা নানা পাটেকরের ক্ষোভপ্রকাশে তেমনই ইঙ্গিত মেলে। যে সিনেমার টিজার বিতর্কের পাশাপাশি উন্মাদনার পারদও চড়িয়েছে, সে সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে যে এমন অনভিপ্রেত ঘটনা ঘটবে, সেটি বোধহয় নির্মাতারাও ভাবতে পারেননি!
জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে কলাকুশলীসহ গোটা টিম এসে হাজির হলেও সিনেমার নায়ক-নায়িকা শাহিদ কাপুর ও তৃপ্তি দিমরি তখনো এসে পৌঁছাননি। এদিকে দেড় ঘণ্টা ঠাঁই পায়ে বসে অপেক্ষা করতে হয় নানা পাটেকরকে।
বলিপাড়ায় নানা পাটেকরের মেজাজ সম্পর্কে অনেকেই অবগত আছেন। যে অভিনেতা বলিউডের প্রযোজককে দিয়ে নিজের বাড়িতে বাসন পর্যন্ত মাজাতে পারেন, তার রণমূর্তি নিয়ে সন্দেহের অবকাশ থাকার কথা নয় কারই।
শাহিদ-তৃপ্তির ঘণ্টাখানেক দেরি করে আসা নিয়েই নাকি মেজাজ হারিয়ে ফেলেন নানা পাটেকর। অনুষ্ঠানের উদ্যোক্তাদের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় তাকে। সেই মুহূর্তের ভিডিও ছবিশিকারিদের সুবাদে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, নানা পাটেকর বারবার হাতঘড়ির দিকে ইশারা করে সময় দেখাচ্ছেন। শুধু তাই নয়, এরপর রাগে গজগজ করতে করতে ‘ও রোমিও’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ছেড়েও বেরিয়ে যান অভিনেতা। সেলিব্রেটি বলেই কি এত দেরি?
জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে কলাকুশলীসহ গোটা টিম এসে হাজির হলেও সিনেমার নায়ক-নায়িকা শাহিদ কাপুর ও তৃপ্তি দিমরি তখনো এসে পৌঁছাননি। এদিকে দেড় ঘণ্টা ঠাঁই পায়ে বসে অপেক্ষা করতে হয় নানা পাটেকরকে।
বলিপাড়ায় নানা পাটেকরের মেজাজ সম্পর্কে অনেকেই অবগত আছেন। যে অভিনেতা বলিউডের প্রযোজককে দিয়ে নিজের বাড়িতে বাসন পর্যন্ত মাজাতে পারেন, তার রণমূর্তি নিয়ে সন্দেহের অবকাশ থাকার কথা নয় কারই।
শাহিদ-তৃপ্তির ঘণ্টাখানেক দেরি করে আসা নিয়েই নাকি মেজাজ হারিয়ে ফেলেন নানা পাটেকর। অনুষ্ঠানের উদ্যোক্তাদের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় তাকে। সেই মুহূর্তের ভিডিও ছবিশিকারিদের সুবাদে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, নানা পাটেকর বারবার হাতঘড়ির দিকে ইশারা করে সময় দেখাচ্ছেন। শুধু তাই নয়, এরপর রাগে গজগজ করতে করতে ‘ও রোমিও’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ছেড়েও বেরিয়ে যান অভিনেতা। সেলিব্রেটি বলেই কি এত দেরি? ওরা বখাটে।নিজেদের সুপার ষ্টার ভাবেন।
