দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মাহমুদা সুলতানা (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
এই তথ্য নিশ্চিত করেছেন শ্রাবন্তীর ঘনিষ্ঠজন জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ। আজ মঙ্গলবার রাত (সোমবার দিবাগত রাত) পৌনে ১টার দিকে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রাবন্তীর মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।
জানা গেছে, শ্রাবন্তীর মা লিভার সিরোসিস ও ডায়াবেটিসে ভুগছিলেন। মায়ের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে গত ৯ অক্টোবর নিউইয়র্ক থেকে ঢাকায় পৌঁছান শ্রাবন্তী। এসেই ছুটে যান বগুড়ায়। মৃত্যুর আগে শেষ সময়ে মায়ের পাশেই ছিলেন শ্রাবন্তী।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন