নাসিম রুমি: শ্রীলংকা সফরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধান জয় পায় বাংলাদেশ।
শ্রীলংকায় টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস বলেন, এই সিরিজে আমাদের দল যেভাবে খেলেছে, তাতে আমি খুব খুশি। প্রত্যেকে তাদের দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেছে।
লিটন আরও বলেন, সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে আমরা প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারিনি। তবে এই সিরিজে আমরা আমাদের সেরাটা দিতে পেরেছি। গতকাল রাতে আমরা যদি টস জিততাম তাহলে আমি প্রথমে ব্যাট করতাম, কারণ আমাদের বোলিং আক্রমণ অনেক ভালো।
শ্রীলংকার মাঠে সিরিজ জয় প্রসঙ্গে লিটন বলেন, আমার মনে হয় এটি বাংলাদেশের জন্য বড় অর্জন। এই জয় আমাদের ক্রিকেট এবং নতুন প্রজন্মকে আরও উন্নত করবে। আমাদের আরও বড় স্বপ্ন আছে এবং এই সিরিজ জয় সেই স্বপ্ন পূরণে আমাদের সাহায্য করবে।
মেহেদি হাসান মিরাজের পরিবর্তে আজ শেখ মেহেদিকে খেলানো প্রসঙ্গে লিটন বলেন, আমার বিশ্বাস ছিল এই উইকেট মেহেদির জন্য উপযুক্ত, তাই তাকে খেলানো হয়েছে। মিরাজও ভালো খেলোয়াড়। তবে এই উইকেটে মেহেদিকে আমার সেরা মনে হয়েছে।