English

26 C
Dhaka
রবিবার, নভেম্বর ৯, ২০২৫
- Advertisement -

‘সপ্তপদীর’ শুটিংয়ে উত্তম-সুচিত্রার মধ্যে কথাবার্তা বন্ধ ছিল

- Advertisements -

নাসিম রুমি: ষাট দশকের বেশি সময় পেরিয়েও উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত কিংবদন্তী সিনেমা ‘সপ্তপদীতে’ বহু দর্শক বুঁদ হয়ে আছে আজও। সিনেমার ‘এই পথ যদি না শেষ হয়’ গান দেখিয়েছে প্রেমের চিরন্তর রূপ। সেই সিনেমার শুটিংয়ের সময়ে ভুল বোঝাবুঝি হয়েছিল উত্তম ও সুচিত্রার মধ্যে।

ভুল বোঝাবুঝির জেরে দুজনের মধ্যে কথা বলাও বন্ধ ছিল।

এই অজানা কথা সামনে এনেছেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক।

সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে রঞ্জিত মল্লিক বলেছেন উত্তম কুমারের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন সুচিত্রার সঙ্গেও।

পেশাদারিত্বের বিষয়টি তিনি এই দুই কিংবদন্তীর কাছে শিখেছেন বলেও জানিয়েছেন রঞ্জিত মল্লিক। তার কথায়, উত্তমকুমার যত না গম্ভীর ছিলেন, তার চেয়েও বেশি রাশভারী মানুষ ছিলেন সুচিত্রা সেন।

রঞ্জিত বলেন, “অনেকের মুখেই শুনেছি ‘সপ্তপদী’ সিনেমার এক ঘটনা। শুনেছিলাম সেই সময় তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল। তাই নাকি কথা বন্ধ ছিল। কিন্তু কাজে তার কোনও প্রভাব পড়তে দেননি। ‘এই পথ যদি না শেষ হয়’ গানের কোনও দৃশ্য দেখে কি বোঝা যায় যে তখন নাকি তাদের মধ্যে কথা ছিল না? এটাকেই বলে পেশাদারিত্ব।”

অনবদ্য জুটি তৈরি করে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আলো ছড়িয়েছিলেন উত্তম কুমার ও সুচিত্রা সেন। উত্তম-সুচিত্রা জুটি ছাড়া সে সময় কোনো ছবি ‘হিট’ হবে, এটা ভাবা নির্মাতাদের জন্য কঠিন হত। ৩১টি সিনেমায় জুটি বাঁধা মহানায়ক ও মহানায়িকা ব্যক্তি জীবনেও দারুণ বন্ধু হয়ে ওঠেন।

‘সপ্তপদী’ মুক্তি পায় ১৯৬১ সালে। তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমা পরিচালনা করেন অজয় কর।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ob5h
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন