English

26.3 C
Dhaka
শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
- Advertisement -

সব মাধ্যমেই সরব রোজী সিদ্দিকী

- Advertisements -

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন অভিনয়শিল্পী রোজী সিদ্দিকী। তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী চরিত্রে অভিনয় করলেও বর্তমান সময়ের ডিজিটাল প্ল্যাটফর্ম বা ওটিটির দুনিয়ায় নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন। সমসাময়িক নির্মাতাদের কাছে রোজী সিদ্দিকী এখন আস্থার নাম।

সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে রোজী সিদ্দিকীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল সিরিজ ‘আঁতকা’ দিয়ে দর্শকদের নতুন করে চমকে দিয়েছেন তিনি। নির্মাতা আরাফাত মহসীন নিধির পরিচালনায় এই সিরিজে বৈচিত্র্যময় চরিত্রে দেখা গেছে তাকে। সিরিজটির বিশেষত্ব হলো এর ‘হরর-কমেডি’ ঘরানা, যেখানে রোজী সিদ্দিকী তার সহজাত অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন।

এর পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ মুক্তি পাওয়া ভিকি জাহেদের ডার্ক থ্রিলার সিরিজ ‘চক্র’তে তার রহস্যময় উপস্থিতি প্রশংসিত হয়েছে।

শুধু ছোট পর্দা বা ওটিটি নয়, রুপালি পর্দায়ও রোজী নিজের অভিনয় প্রতিভা দেখিয়ে যাচ্ছেন। গত কয়েক বছরে তার অভিনীত বেশ কিছু সিনেমায় অভিনয় দর্শকের কাছে হয়েছে প্রশংসিত। বিশেষ করে রায়হান রাফীর ‘পরান’। অভিনেতা শরিফুল রাজের মায়ের চরিত্রে অভিনয় সর্বমহলে প্রশংসিত হয়। ?গাজী রাকায়েত পরিচালিত গোর (ঞযব এৎধাব) আন্তর্জাতিকভাবে পুরস্কৃত। এই চলচ্চিত্রে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। অনন্য মামুনের থ্রিলার ‘সাইকো’ সিনেমাতেও তাকে একটি বিশেষ রাজনৈতিক চরিত্রে দেখা গেছে।

পর্দার পাশাপাশি মঞ্চেও রোজী সিদ্দিকী সমান উজ্জ্বল। ঢাকা থিয়েটারের হয়ে তার একক নাটক ‘পঞ্চনারী আখ্যান’ আজও দেশের নাট্যাঙ্গনের এক বিস্ময় হয়ে আছে। একা পাঁচটি ভিন্ন ভিন্ন চরিত্রে নিপুণ অভিনয় করে তিনি মঞ্চ নাটকে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। অভিনয়ের এই বহুমুখিতা তাকে সমসাময়িক অন্য সবার চেয়ে আলাদা করে রেখেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dfw4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন