English

32.5 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫
- Advertisement -

সর্বোচ্চ আয় করা ১০ দক্ষিণী সিনেমা

- Advertisements -

আকর্ষণীয় গল্প, অসাধারণ অভিনয় ও নির্মাণের কারণে ভারতের দক্ষিণী সিনেমার কদর দিন দিন বাড়ছে। প্রতি বছরই দারুণ দারুণ সিনেমা উপহার দিচ্ছে। চলতি বছরও বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। সর্বোচ্চ আয় করা ১০টি দক্ষিণী সিনেমার তালিকা প্রকাশ করেছে টলিউড ডটনেট।

বাহুবলি টু: প্রভাস অভিনীত আলোচিত সিনেমা ‘বাহুবলি টু’। এসএস রাজামৌলি পরিচালিত সিনেমাটি ২০১৭ সালের ২৮ এপ্রিল মুক্তি পায়। ২৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করেছিল ১৮১০ কোটি রুপি।

ট্রিপল আর: বহুল আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’। এটিও নির্মাণ করেন এস এস রাজামৌলি। ‘বাহুবলি টু’ নির্মাণের পর অন্য কোনো সিনেমায় হাত দেননি তিনি। বাহুবলি মুক্তির পাঁচ বছর পর মুক্তি পায় এই পরিচালকের ‘ট্রিপল আর’ সিনেমাটি। এখনো কিছু কিছু প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এটি। এ পর্যন্ত সিনেমাটি আয় করেছে ১০৭১ কোটি রুপি।

২.০: এস শঙ্কর পরিচালিত সিনেমা ‘২.০’। এতে অভিনয় করেন রজনীকান্ত, অক্ষয় কুমার, অ্যামি জ্যাকসন প্রমুখ। ৫০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা ২০১৮ সালের ২৯ নভেম্বর মুক্তি পায়। তবে মুক্তির আগে যতটা গর্জে ছিল, মুক্তির পর বক্স অফিসে ঠিক ততটা বর্ষে নাই। তারপরই এটি মোট আয় করেছিল ৭০৯ কোটি রুপি।

বাহুবলি: শুধু ভারত নয়, সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল সিনেমাটি। এর মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি লাভ করেন প্রভাস। ১৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমা ২০১৫ সালের ১০ জুলাই মুক্তি পায়। এটি মোট আয় করেছিল ৬০৫ কোটি রুপি।

সাহো: ‘বাহুবলি’ ফ্যাঞ্চাইজির কাজ শেষ করার পর বেশ কিছু নতুন সিনেমায় অভিনয় করেন প্রভাস। যদিও সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে শতভাগ সচেতন তিনি। কিন্তু বাহুবলির পর আর কোনো সিনেমা দিয়ে ততটা দর্শক মাতাতে পারেননি প্রভাস। ‘বাহুবলি টু’ মুক্তির পর ‘সাহো’ সিনেমায় কাজ করেন প্রভাস। তবে দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেনি এটি। বক্স অফিসে ‘সাহো’ মোট আয় করেছিল ৪৩৫ কোটি রুপি।

কেজিএফ: চ্যাপ্টার টু: বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। প্রশান্ত নীল পরিচালিত এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন যশ। দক্ষিণের অনেক সিনেমায় কাজ করলেও ‘কেজিএফ’ সিরিজ দিয়ে দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন তিনি। ১০০ কোটি রুপি বাজেটের ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে। এ পর্যন্ত সিনেমাটি আয় করেছে ৪৩০ কোটি ২০ লাখ রুপি (৩ দিনে)।

পুষ্পা: করোনা সংকট কাটিয়ে উঠার পর ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি ধারাবাহিকভাবে সফল সিনেমা মুক্তি দিয়েছে। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমা মুক্তির পর দারুণ সাড়া ফেলেছিল। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা গত বছরের ১৭ ডিসেম্বর মুক্তি পায়। রাশমিকা অভিনীত এ সিনেমা মোট আয় করে ৩৬০ কোটি রুপি।

বিগলি: থালাপাতি বিজয় অভিনীত সিনেমা ‘বিগলি’। অ্যাটলি পরিচালিত এ সিনেমা ২০১৯ সালের ১৫ অক্টোবর মুক্তি পায়। ১৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করেন নয়নতারা। বক্স অফিসে সিনেমাটি মোট আয় করে ৩০০ কোটি রুপি।

কাবালি: রজনীকান্ত অভিনীত সিনেমা ‘কাবালি’। রঞ্জিত পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেন রাধিকা আপ্তে, কিশোর প্রমুখ। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মোট আয় করে ২৯৪ কোটি রুপি।

রোবট: এটি ভারতের ব্যয়বহুল সিনেমাগুলোর মধ্যে একটি। এ সিনেমায় রজনীকান্তের দুটি চরিত্র। একটি বিজ্ঞানী ভাসেগরন এবং অন্যটি তার তৈরি করা রোবট চিট্টি। সিনেমায় আপনি রজনীকান্তের কোন চরিত্রটি বেছে নেবেন সেটি আপনার বিষয়। কারণ দুই চরিত্রেই তার অভিনয় ছিল অসাধারণ। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমা মোট আয় করেছিল ২৮৮ কোটি রুপি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wh5j
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন